নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
সন্ধ্যার মধ্যে মনু নদীর পানি বিপদসীমার নিচে নামার আশা
নতুন করে বৃষ্টিপাত না হওয়ায় দ্রত কমছে নদ-নদীর পানি। ছবি- আই নিউজ
গত দুই দিন ধরে বন্যা কবলিত মৌলভীবাজার জেলার আবহাওয়া রৌদ্রজ্জ্বল। নতুন করে বৃষ্টিপাত না হওয়ায় কমছে নদ-নদীর পানিও। পানি উন্নয়ন বোর্ড আশা করছে আজ সন্ধ্যার মধ্যেই মৌলভীবাজারের মনু নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসবে।
রোববার (২৫ আগস্ট) সকালে মনু নদীতে আজকের পানি প্রবাহের তথ্যে দেখা যায়, বর্তমানে মনু নদীতে বিপদসীমার মাত্র ১৭ সে.মি উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গতকাল শনিবার সন্ধ্যায়ও নদীতে পানি প্রবাহিত হয়েছে বিপদসীমার ৬০ সে.মি উপর দিয়ে। রাতের ব্যবধানে অনেকখানি কমে গেছে পানি। এই ধারা অব্যাহত থাকলে রোববার সন্ধ্যার মধ্যেই পানি নেমে আসতে পারে বিপদসীমার নিচে।
মৌলভীবাজার জেলা পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যমতে, রোববার সকাল ৯টায় মনু নদীর চাঁদনীঘাট পয়েন্টে পানি বিপদসীমার ১৫ সে.ম. উপর দিয়ে প্রবাহিত হয়েছে। একই সময়ে শেরপুরে কুশিয়ারা নদীতেও পানি কমে এসে বিপদসীমার মাত্র ২ সে.মি উপর দিতে প্রবাহিত হচ্ছে। আর জুড়ী নদীর পানি বিপদসীমার ১৬৬ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মনু, কুশিয়ারা, জুড়ি ছাড়া জেলার ধলাই নদীতে পানি এখন বিপদসীমার অনেক নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই নদীর পানি বিপদসীমার ২৮২ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ-নদীতে পানি হ্রাস পাওয়া অব্যাহত থাকলে শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে বন্যা পরিস্থিতি এমনটা আশা করছে জেলা পানি উন্নয়ন বোর্ড।
এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, মৌলভীবাজার জেলায় বন্যায় এ পর্যন্ত প্লাবিত হয়েছে জেলার ৮২১ বর্গকিলোমিটার এলাকা। আর বন্যা কবলিত মানুষের সংখ্যা ২ লাখ ৫০ হাজার ৮৬৪ জন। জেলায় বন্যা কবলিতদের জন্য ১০২টি আশ্রয়কেন্দ্র চালু আছে। এতে আশ্রয় নিয়েছেন ১০ হাজার ৬৮৭ জন মানুষ। এ পর্যন্ত বন্যা দুর্গতদের মাঝে সরকারিভাবে বিতরণ করা হয়েছে ৭২৬ মেট্রিক টন চাল।
জেলা সার্বিক বন্যা পরিস্থিতির উপর প্রশাসন সজাগ দৃষ্টি রাখছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’