Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৪, ২৬ আগস্ট ২০২৪
আপডেট: ১৩:৩৪, ২৬ আগস্ট ২০২৪

আকস্মিক বন্যা

হাওরের শতাধিক বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ

বন্যার্ত পরিবারের সদস্যর হাতে ত্রাণ তুলে দিচ্ছেন সাংবাদিক রুপম আচার্য্য। ছবি: আই নিউজ

বন্যার্ত পরিবারের সদস্যর হাতে ত্রাণ তুলে দিচ্ছেন সাংবাদিক রুপম আচার্য্য। ছবি: আই নিউজ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার বন্যাকবলিত এলাকার বানভাসি মানুষের মধ্যে ত্রাণ খাদ্য সামগ্রী বিতরণ করে শ্রীমঙ্গলের রিপোটার্স ক্লাব এবং ‘আত্নজন’ নামে একটি সামাজিক সংগঠনের সমন্বিত টিম।

রোববার (২৫ আগস্ট) দুপুরে রাজনগরের কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রাম ও করাইয়া হাওরের শতাধিক বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শ্রীমঙ্গল রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এস কে দাশ সুমন, কোষাধ্যক্ষ সাংবাদিক রুপম আচার্য্য, নাট্য নির্মাতা জসীম খান রিজভী, সাংস্কৃতিক কর্মী কামরুল হাসান দোলন, তারেক ইকবাল চৌধুরী, টিপু আহমেদ, ক্রিয়েটিভ লেখক অঞ্চিতা নীলা ও বিশ্বজিত ভট্টাচার্য সহ শ্রীমঙ্গলের বেশ কয়েকজন সেচ্ছাসেবকের তরুণ সদস্যরা ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন। 

এদিকে ত্রাণ বিতরণের সময় হাওরের মাঝখনে প্রছন্ড ঝড়ের কবলে পরে নৌযানটি। এতে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে সেচ্ছাসেবক সদস্যরা। পরবর্তীতে দ্রুত পাশের একটি উঁচু স্থানে এক বাড়িতে আশ্রয় নেওয়া হয়।

রুপম আচার্য্য বলেন, ‘আজ আমরা এই উপজেলার ইসলামপুর গ্রাম ও করাইয়া হাওরের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। হাওরের প্রায় ১৫০ জন পরিবারকে আমরা ত্রাণ দিতে সক্ষম হয়েছি। আমি সেচ্ছাসেবকদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা যারা ত্রাণ নিয়ে আসবেন, প্রত্যেকে লাইফ জ্যাকেটসহ যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়া নৌযানে ভ্রমণ করবেন না। বিরূপ আবহাওয়ায় নৌযানে করে ত্রাণ দেওয়া থেকে বিরত থাকবেন।’

টিপু আহমেদ বলেন, ‘আজকে আমরা আসছি রাজনগর উপজেলায়। যারা বন্যার্ত রয়েছে, সমস্যায় রয়েছে তাদেরকে খুঁজে বের করে খাদ্য সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন, আমরা যাতে তাদের কাছে খাদ্য পৌঁছে দিতে পারি। আপনারা যারা দেশ-বিদেশ থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এসকে দাশ সুমন বলেন, ‘বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। ঝড়, জলোচ্ছ্বাস এবং বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের প্রান্তিক কৃষক। শস্যখেত, বসতি বাড়ি, মাছের ঘের, বীজতলা নষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত দেশের সাধারণ মানুষ। এবারের আকস্মিক বন্যায় দেশের অন্যান্য অঞ্চলের মতো এই জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য আমাদের শ্রীমঙ্গল রিপোটার্স ক্লাবের উদ্যোগে মানবিক সংগঠন মানব মন্দির ও আত্মজন সামাজিক সংগঠন সহ দেশ ও প্রবাসীদের সহযোগিতায় আমাদের মানবিক খাদ্য সহায়তা ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।’

তিনি আরো বলেন, ‘অতীতের মতো ভবিষ্যতেও সকলের সহযোগীতায় আমাদের এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের এই দুর্যোগে সরকারসহ সকল মানবিক মূল্যবোধের মানুষ পাশে দাঁড়াবেন বলে আমরা আশা রাখি। এতে ধর্ম-বর্ণ মিলিয়ে আমাদের ভাতৃত্বের বন্ধন যেমন দৃঢ় হবে, সেই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যান্য উদাহরণ হবে আমাদের প্রিয় বাংলাদেশ।’

আই নিউজ/আরএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়