মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে শিক্ষার্থীদের তোপের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ
গভর্নিং বডির সভাপতি বরাবর নিজ স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান।
শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন মৌলভীবাজারের শেরপুরের শতবর্ষী বিদ্যাপীঠ আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক হাবিবুর রহমান।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি বরাবর নিজ স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন তিনি।
জানা যায়, আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণির রাজনৈতিক ব্যক্তিদের প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের তহবিল থেকে অর্থ আত্মসাৎ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অসদাচরণসহ নানা অনিয়মের অভিযোগে ঐ প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে রবিবার সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গনে অবস্থান নেয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
অন্যদিকে একই দিন দুপুরে বিদ্যালয়ের বেশকিছু শিক্ষকরাও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। পরে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেন। এমন অবস্থায় প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করেন তিনি।
সোমবার (২৬ আগস্ট) দুপুর ২টার দিকে বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি বরাবরে লিখিত পদত্যাগপত্র জমা দিয়ে গেছেন তিনি। এতে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে লিখিত দেন।
বিদ্যালয়ে পদত্যাগপত্র জমাকালে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ, ইউপি চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’