Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৭, ২৭ আগস্ট ২০২৪
আপডেট: ১২:৩৩, ২৭ আগস্ট ২০২৪

২ শতাধিক বন্যার্ত পরিবারকে খাবার দিলো শ্রীমঙ্গল সিঙ্গার এন্ড মিউজসিয়ানস্ ক্লাব

দুর্গত অঞ্চলে ত্রাণ সামগ্রী নিয়ে ক্লাবের সদস্যরা। ছবি- আই নিউজ

দুর্গত অঞ্চলে ত্রাণ সামগ্রী নিয়ে ক্লাবের সদস্যরা। ছবি- আই নিউজ

শ্রীমঙ্গল ব্যান্ড এসোসিয়েশনের উদ্যোগে বন্যার্তদের ত্রাণ বিতরণ করেছেন শ্রীমঙ্গল সিঙ্গার এন্ড মিউজিসিয়ানস্ ক্লাব। 

সোমবার (২৬ আগস্ট) রাজনগর উপজেলার কামারচক ইউনিয়নের পশ্চিম পঞ্চানন্দপুর গ্রামের বন্যা কবলিতদের মাঝে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বন্যা কবলিতদের বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার, পানি ও জরুরী ঔষধ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। 

এদিকে বন্যা কবলিত এলাকা থেকে ফেরার পথে তারাপাশা বাজার এলাকার সুবিধাবঞ্চিত ১৮ টি পরিবার ও রাজনগরের পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজে আশ্রয়কেন্দ্রে বন্যা দূর্গত এলাকা হতে আসা ১০ টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। যেখানে ১০ টি পরিবারের ৩৬ জন আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। 

এর আগে রোববার (২৫ আগষ্ট)  বন্যার্তদের সহায়তার লক্ষ্যে পথ কনসার্ট করেন শ্রীমঙ্গলের সকল যন্ত্রশিল্পী ও কণ্ঠশিল্পীরা।  শহরের চৌমুহনা চত্বর এলাকায় অর্ধশত যন্ত্র ও কন্ঠশিল্পীরা জড়ো হয়। শ্রীমঙ্গল ব্যান্ড এসোসিয়েশনের উদ্যোগে  বিভিন্ন দেশাত্মবোধক ও বাউল গানে গলা মেলান তারা।  এ সময় বিভিন্ন অঙ্কের নগদ অর্থ নিয়ে এগিয়ে আসেন পথচারীরা। 

অন্যদিক শ্রীমঙ্গল সিঙ্গার এন্ড মিউজিসিয়ানস্ ক্লাবের সদস্যরাও বন্যাকবলিতদের সহায়তায় নিজেদের ফান্ডের পাশাপাশি বিভিন্ন মাধ্যমে টাকা সংগ্রহ করে। এই টাকা দিয়ে বন্যার্তদের খাবারসহ প্রয়োজনীও ঔষধ সামগ্রী কিনে সবাইলে নিয়ে গভীর রাত পর্যন্ত চলে প্যাকেজিং এর কাজ। সকালে রওয়ানা দিয়ে রাজনগর পৌঁছে দুপুরে  বন্যা কবলিত এলাকায় মানুষের হাতে এসব খাবার সামগ্রী  তুলে দেওয়া হয় বলে জানান উদ্যোগতারা।

রাজনগরের দুই শতাধিক বন্যা কবলিতদের হাতে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান তারা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়