নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৪:১৮, ২৭ আগস্ট ২০২৪
মৌলভীবাজারে নানা উদ্যোগ নিয়ে বন্যার্তদের পাশে একদল তরুণী
বন্যার্তদের জন্য গাড়িতে করে ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন দলের মেয়েয়া। ছবি- আই নিউজ
দেশে চলমান ভ'য়াবহ বন্যায় প্লাবিত এগারো উপজেলার মধ্যে মৌলভীবাজার জেলাও বেশ ক্ষতিগ্রস্ত। বন্যার পূর্ব অভিজ্ঞতা থাকলেও এবারের বন্যার মতো বিপর্যস্ত অবস্থা এর আগে দেখেননি এ জেলার মানুষ। জেলার বিভিন্ন প্লাবিত জনপদে দেখা দিয়েছে ত্রাণ ও জরুরি সামগ্রীর অভাব। বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই।
অন্য অনেকের মতো ত্রাণ বিতরণসহ নানা কার্যকরী উদ্যোগ নিয়ে মৌলভীবাজারে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন একদল তরুণী। ত্রাণ সামগ্রীসহ বন্যা দুর্গতদের চিকিৎসা সেবা নিশ্চিতের পরিকল্পনা নিয়ে নেমেছেন তারা। এরিমধ্যে কুড়িয়েছেন প্রশংসাও।
আগামী ৩ সেপ্টেম্বর এই তরুণীদের পক্ষ থেকে বন্যার্তদের জন্য 'ফ্রি হেলথ ক্যাম্প' ও ত্রাণ বিতর কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে বন্যা দুর্গতদের বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা ও পরামর্শ, বিনামূল্যে ঔষধ সরবরাহ, চাল-ডাল সহ শুকনো পণ্য বিতরণ, স্যানেটারি ন্যাপকিন বিতরণ ও বন্যার্তদের জন্য সংগৃহিত কাপড় বিতরণ করা হবে। রাজনগর উপজেলার টেংরাবাজার এলাকায় তাদের এই ফ্রি হেলথ ক্যাম্প চলবে ৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
মৌলভীবাজার জেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় আড়াই লক্ষাধিক মানুষ। নদ-নদীতে কমে আসলেও কমেনি পানিবন্দিদের দুর্ভোগ। এ অবস্থায় তাদেরকে অপেক্ষায় থাকতে হচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সংস্থা বা রাজনৈতিক দলসহ নানা স্তরের মানুষের দেওয়া ত্রাণ সামগ্রি ও অর্থ সহায়তার জন্য। এ অবস্থায় বন্যা শুরুর পর থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোসহ তাদের নানা উদ্যোগ নিয়ে তাদের সাথে কথা বলেছে আই নিউজ। জানতে চেয়েছে উদ্যোগী এই তরুণী দলের কাজ নিয়ে।
দুর্গত এলাকায় বিশুদ্ধ পানিসহ খাবার সামগ্রী নিয়ে ছুটছে তরুণীরা। ছবি- আই নিউজ
বন্যার্তদের জন্য কাজ করে যাওয়া ওই তরুণীরা জানালেন, তারা ইতিমধ্যে সহস্রাধিক বন্যার্ত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী ও জরুরি জিনিসপত্র বিতরণ করেছেন। তাদের এই ত্রাণ সহায়তা কার্যক্রমে অর্থ দিয়ে সহযোগিতা করছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচারণা এবং নিজেরা যোগাযোগ করে এসব অর্থ সংগ্রহ করছেন তারা। তাদের সহায়তা কার্যক্রমে অর্থ দিচ্ছেন প্রবাসে অবস্থিত বাংলাদেশিরাও। এসব অর্থে ত্রাণ সামগ্রী এনে বন্যার্তদের মাঝে পাঠিয়ে দিচ্ছেন এই দশ তরুণীর উদ্যমী দলটি।
দলটির অন্যতম সদস্য সর্মিলি দাস মুন্না বলেন, এবারের বন্যায় মৌলভীবাজারে যে দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়েছে তা অন্য যেকোনো বারের তুলনায় ভয়াবহ। এখানকার বন্যা কবলিত মানুষদের দীর্ঘমেয়াদে ত্রাণ সহায়তা প্রয়োজন। সেজন্য, আমরা দশজন মেয়ে বন্ধু ও সিনিয়রা মিলে যথাসম্ভব বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরাতে হয়তো আমরা পারবো না। কিন্তু, আপাত অবস্থায় এই দুর্ভোগকালীন সময়ে তাদের কষ্ট একটু কমাতে তাদের জন্য খাবার, চিকিৎসাসহ প্রয়োজনীয় জিনিসপত্র আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করছি।
মুন্না জানান, দলটির বেশিরভাগ সদস্যই শিক্ষার্থী। এই তরুণীদের কেউ অনার্সে পড়াশোনা করছেন, কেউ আবার মাস্টার্সের শিক্ষার্থী। একান্তই নিজেদের উদ্যোগে তারা এই উদ্যোগগুলো নিয়েছেন। শূন্য হাতে শুরু করলেও তাদের বিশ্বাস ছিল আপামর মানুষ তাদের এ কাজে সহযোগিতা করবেন।
আলাপ করে জানা যায়, বন্যার প্রথম ধাক্কার সময় গত শুক্রবার (২৩ আগস্ট) মৌলভীবাজার সদরের বন্যা দুর্গত সৈয়ারপুর, সাবিয়া এলাকার ২ শতাধিক বন্যার্তদের মাঝে চিঁড়া, কেক, বিস্কুট, স্যালাইন ইত্যাদি শুকনা খাবার বিতরণ করা হয়। পরদিন শনিবার (২৪ আগস্ট) রাজনগরের হাজীপুর, কাশীপুর, ছিরতি, পণ্ডিতনগর, গয়ঘর, চাটুরা, রাজনগর কলেজ, কলেজ পয়েন্ট এলাকায় ১৩০০ বন্যার্ত মানুষকে তারা চিকেন ভুনা খিচুড়ির প্যাকেট তুলে দেন। সাথে দেন ৫০০ বিশুদ্ধ পানি, ৩০০ মোমবাতি, ৩০০ দিয়াশলাইও।
দশ জনের এই টিমের সবাই মেয়ে হলেও ত্রাণ বিতরণের সময় তাদেরকে সহায়তা করেন পরিচিত ছেলে বন্ধুরা এসে। সবাই মিলে বন্যা দুর্গত এলাকায় নিয়ে যাওয়া হয় এসব ত্রাণ সামগ্রী। নিজেরাও ছেলেদের সাথে কাঁধে বয়ে নিয়ে যান ত্রাণ সামগ্রী। দলটির অন্যতম আরেক সদস্য মেডিক্যাল অফিসার ডা. নিশাত জাহান চৌধুরী। তার পরিকল্পনায় নেওয়া হয়েছে বন্যার্ত মানুষদের প্রাথমিক চিকিৎসার উদ্যোগও। দলটির অন্য সদস্যরা হলেন সর্মিলী দাস মুন্না, সূচনা দেব, পরমা দেব পূজা, সেগুপ্তা রশিদ তারিন, রিনিক পাল, তাবাসসুম নাবিলা চৌধুরী, শ্রাবণী পাল, সৈয়দা নওরিন ও শ্রেয়সী দাশগুপ্তা। তারা সবাই মিলে সংগ্রহ করছেন বন্যার্তদের সহায়তার অর্থ।
বন্যার্তদের মাঝে বিতরণের জন্য জরুরি ত্রাণ সামগ্রী প্যাকেট করছেন দলটির সদস্যরা। ছবি- আই নিউজ
তরুণীদের এই দলের বন্যার্তদের জন্য পরবর্তী কর্মসূচি কি জানতে চাইলে ডা. নিশাত জাহান চৌধুরী বলেন, আমাদের পরবর্তী কাজ হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প। এর জন্য আমাদের আরো অর্থ প্রয়োজন।কিছু স্যানিটারি ন্যাপকিন এবং বাচ্চাদের কাপড় এসেছে। ঔষধ কোম্পানির কেউ থাকলে ফ্রি-তে ঔষধের ব্যবস্থা করে দিতে পারেন। নার্সদের কেউ চাইলেও আমাদের সাথে নিজ উদ্যোগে যুক্ত হতে পারবেন। আমাদের আরও কিছু জিনিস লাগবে। যেমন- বিপি কাফ, স্টেথোস্কোপ, পালস অক্সিমিটার, ডায়াবেটিস মেশিন, ওয়েট মেশিনও ইত্যাদি।
আগামী ৩ সেপ্টেম্বর এই তরুণীদের পক্ষ থেকে বন্যার্তদের জন্য 'ফ্রি হেলথ ক্যাম্প' ও ত্রাণ বিতর কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে বন্যা দুর্গতদের বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা ও পরামর্শ, বিনামূল্যে ঔষধ সরবরাহ, চাল-ডাল সহ শুকনো পণ্য বিতরণ, স্যানেটারি ন্যাপকিন বিতরণ ও বন্যার্তদের জন্য সংগৃহিত কাপড় বিতরণ করা হবে। রাজনগর উপজেলার টেংরাবাজার এলাকায় তাদের এই ফ্রি হেলথ ক্যাম্প চলবে ৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
দলটির অন্যান্য সদস্যরা বলেন, আমাদের দলটি খুব বড় নয়। কিন্তু, আমাদের জায়গা থেকে আমরা বন্যায় দুর্গতদের পাশে যতোটুকু দাঁড়ানো যায় ততোটা করার চেষ্টা করছি। আমাদের এ কাজে আমাদের অভিভাবকরাসহ চেনা, অচেনা, প্রবাসী অনেকেই এগিয়ে আসছেন। এতে আমরা খুশি। আমরা সবাই চাই, বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়াবে। তা ছোট বা বড় যেকোনো উদ্যোগ নিয়েই হোক।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতির আজকের সর্বশেষ তথ্যে জেলা প্রশাসন জানিয়েছে, জেলা জুড়ে এপর্যন্ত ২ লাখ ৫৭ হাজার ৯১৩ জন মানুষ পানিব ন্দি অবস্থায় আছেন। এদের মধ্যে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ১০ হাজার ৯১৭ জন।
বন্যা কবলিতদের জন্য এ পর্যন্ত সরকারিভাবে ১৫৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে ৪৫ লক্ষ টাকা। এরমধ্যে বন্যার্তদের মাঝে ৮২৬ মেট্রিক টন চাল ও ৪২ লক্ষ ৫০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’