রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১১:৫২, ৩১ আগস্ট ২০২৪
রাজনগর উপজেলা জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
রাজনগর সরকারি কলেজে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
স্মরণকালের ভয়াবহ বন্যায় কবলিত মৌলভীবাজারের রাজনগর উপজেলা। বন্যার পানি কমলেও দেখা দিয়েছে বন্যা পরবর্তী নানা দুর্যোগ, রোগবালাই। বন্যার মাঝে ডায়রিয়া, সর্দি, জ্বর প্রভৃতি রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনগর উপজেলার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) রাজনগর সরকারি কলেজে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
বুধবার সকাল ১০টা থেকে ৮ জন অভিজ্ঞ চিকিৎসক সারা দিনব্যাপী অসুস্থ বন্যার্তদের চিকিৎসা সেবা প্রদান করেন।
উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মিছবাহ উল হাসানের সঞ্চালনায় ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা ও সিলেট আঞ্চলিক টিম সদস্য মো. আব্দুল মান্নান।
ক্যাম্পে সকাল থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ এসে চিকিৎসা সেবা নেন। অত্যন্ত প্রাণবন্ত এ ব্যতিক্রম আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সেক্রেটারী মো. ইয়ামির আলী, সদর ইউনিয়ন আমীর দেলোয়ার হোসাইন বাবলু, মাসুমুর রহমান রাসেল, হাফেজ রায়হান, ফয়ছল আহমেদ, হাফেজ হাসান আহমেদ প্রমুখ।
চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুস সালাম টিটু, ডা. জাকির হোসেন মুন্না, ডা. সাইফুল্লাহ তানভীর, ডা. মুহাইমিন আহমদ ইমনসহ ৮ জন অভিজ্ঞ চিকিৎসক।
মেডিকেল ক্যাম্পে সারাদিনে বিভিন্ন রোগের ২৫০ জন রোগীকে ফ্রি চিকিৎসা ও ঔষধপত্র দেওয়া হয়।
পরে উপজেলা জামায়াতের আমীর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে পরবর্তী মেডিক্যাল ক্যাম্প মনসুরনগর ইউনিয়নে শীঘ্রই অনুষ্ঠিত হবার ঘোষণা দেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’