Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১২:০২, ১ সেপ্টেম্বর ২০২৪

শ্রীমঙ্গলে ডা*কাতি করে ১৫ লক্ষ টাকার মালামাল লুটের অভিযোগ

ডা*কাতদের হাম*লায় আহ*ত হন পরিবারের সদস্যরা। ছবি- আই নিউজ

ডা*কাতদের হাম*লায় আহ*ত হন পরিবারের সদস্যরা। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলায় বাড়িতে ঢুকে ডা*কাতি করে ১৫ লক্ষ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। 

গত বৃহস্পতিবার (৩০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক দুইটায় শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের লাহারপুর গ্রামের বিহারীবস্তিতে জনৈক আব্দুর রশীদের বাড়িতে এই ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আব্দুর রশীদ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রাত দুইটার দিকে অজ্ঞাত মুখোশধারী ১৮/২০ জন লোক আব্দুর রশীদের বাড়ির দেয়াল টপকে বাড়িতে ঢুকে গ্রিলের তালা ও দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। তারা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে। একপর্যায়ে আব্দুর রশীদ ও তার ছেলে বাঁধা দিতে গেলে ডা*কতরা তাদেরকে এলোপাতাড়ি আক্রমণ করে জখ*ম করে। 

ভুক্তভোগী আব্দুর রশীদ জানান, বাড়ির লোকজন চিৎকার শুরু করলে ডা*কাতরা দ্রুত দেয়াল টপকে পালিয়ে যায়।পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আমরা পরিবারের সাতজন আহত হই। 

আব্দুর রশীদ বলেন, ডা*কাতরা অস্ত্রের মুখে আমার বাড়ি থেকে নগদ দেড় লক্ষ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ কয়েকটি মুঠোফোন লুট করে। 

এ ব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী মাহমুদ জানান, ডাকাতির বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্ত করে এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়