মৌলভীবাজার প্রতিনিধি
রাজনগরে জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের ত্রাণ বিতরণ
জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের পক্ষ থেকে ত্রাণ বিতরণ। ছবি- আই নিউজ
জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের পক্ষ থেকে মৌলভীবাজার জেলার বন্যা কবলিত রাজনগর উপজেলার দুটি স্থানে প্রায় ৩০০ জন বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) রাজনগর আইডিয়াল স্কুলের সামনে এই ত্রাণ বিতরণ কর্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় প্রায় ৩০০ বন্যা দুর্গতের মাঝে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু বিস্কুট, চিনি, লবন, মুড়ি, ঔষধসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন এর আজীবন সদস্য ও জালালাবাদ জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন ঢাকার সাধারণ সম্পাদক আনহার সমশাদ, রাজনগর প্রেসক্লাব এর সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, সদর ইউনিয়নের সদস্য দেলোয়ার হোসেন, জেলা স্কাউট মেম্বার সৈয়দ আফসার আলী, সাকের আহমদ ইবাদ, এম এম হাসিবুজজামান, মো:আলী হোসেন ও তানজীম আহমেদ শিহাব প্রমুখ।
ত্রাণ সাহায্য কার্যক্রম পরিচালনায় ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার নেতৃবৃন্দরা।
ত্রাণ বিতরণে উপস্থিত হয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ চৌধুরী মিন্টু বলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন সবসময়ই মানবতার কল্যাণে কাজ করে আসছে।
উল্লেখ্য, জালালাবাদ অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক শাখা কমিটিগুলো বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। এর মধ্যে জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত শাখা অন্যতম।
এদিক, জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত শাখা মৌলভীবাজার জেলায় ত্রাণ বিতরণ করায় সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ চৌধুরী মিন্টু এর ভূয়সী প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’