Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

সাইফুল ইসলাম সুমন, জুড়ী (মৌলভীবাজার)

প্রকাশিত: ১১:০৩, ২ সেপ্টেম্বর ২০২৪

জুড়ীতে ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে কলেজ শিক্ষকের উপর হামলা

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন হা*মলার শিকার শিক্ষক। ছবি- আই নিউজ

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন হা*মলার শিকার শিক্ষক। ছবি- আই নিউজ

নিজ কলেজের ভেতরে স*ন্ত্রাসী হা*মলায় আ*হত হয়েছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রিয়াজ উদ্দিন। 

গত রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে কলেজে শিক্ষকদের স্টাফ মিটিং চলাকালে হা*মলার এ ঘটনা হয়।

ঘটনার ব্যাপারে আ*হত শিক্ষক রিয়াজ উদ্দিন জানান, সম্প্রতি একজন ছাত্রীর সাথে অ*নৈতিক সম্পর্কের জের ধরে কলেজের খণ্ডকালীন শিক্ষক মহি উদ্দিনকে অব্যাহতি ও ওই ছাত্রীকে শা*স্তি দেয়া হয়। রোববার কলেজে শিক্ষকদের স্টাফ মিটিং ছিল। মিটিং চলাকালে হঠাৎ করে কলেজের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী ও বহিরাগত কয়েকজন এসে অব্যাহতি দেয়া ওই শিক্ষক ও ছাত্রীকে এনে সবার সামনে ক্ষমা চাওয়ার দাবী জানান। এসময় শিক্ষকরা তাদেরকে জানান বিষয়টি মীমাংসিত, তারপরও কোনো দাবী থাকলে তা প্রশাসন ও সকলের অংশগ্রহণে সমাধান করা হবে। 

রিয়াজ উদ্দিন জানান, একথা বলার পর তারা এ বিষয়টি না মেনে উ*ত্তেজিত হয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে কলেজে টানানো জাতীয় পতাকা ছিঁ*ড়ে ফেলে এবং অফিস ভাং*চুর করে কলেজের গেইটে অবস্থান নিয়ে গেইট আটকে দেয়। আমিসহ কয়েকজন শিক্ষক বাইরে বের হতে চাইলে এসব স*ন্ত্রাসীরা আমাদের উপর চড়াও হয়। তাদের মা*রপিটের একপর্যায়ে আমি আ*হত হয়ে মাটিতে লুটিয়ে পড়ি।

কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন বলেন, আ*হত শিক্ষক রিয়াজ উদ্দিনকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদি হাসান জানান, আ*হত শিক্ষক রিয়াজ উদ্দিন রোববার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়