Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৮:৩৯, ২ সেপ্টেম্বর ২০২৪

কমলগঞ্জে সিপি লিমিটেডের পোল্ট্রি খামার বন্ধের দাবিতে মানববন্ধন

সিপি লিমিটেডের খামার স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন। ছবি- শাহরিয়ার খান সাকিব

সিপি লিমিটেডের খামার স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন। ছবি- শাহরিয়ার খান সাকিব

মৌলভীবাজারের কমলগঞ্জে চৈত্রঘাটে ধলাই নদীর তীরে সিপি বাংলাদেশ কোম্পানী লিমিটেডের খামারের দুর্গন্ধ ও পরিবেশ দূষণ রোধে স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ মৌলভীবাজার।

রোববার দুপুরে চৈত্রঘাট ব্রিজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলার শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন-শিক্ষক বদরুল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী তানজিয়া শিশির, শাহ মিসবাহ, আশরাফ আহমদ, জাবেদ আহমদ, সজিদ শিমুল, আবু হানিফা মুস্তাকিন আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন-রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাটে ধলাই নদীর তীরে সিপি বাংলাদেশ কোম্পানী লিমিটেডের পোলট্রি খামারের বর্জ্যরে দুর্গন্ধে দীর্ঘদিন যাবত এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন।

খামারের দুর্গন্ধে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হচ্ছেন মানুষ। মুরগির বর্জ্যরে দুর্গন্ধে এলাকার মানুষের মধ্যে শ্বাসকষ্ট, সর্দি কাশিসহ বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা দিয়েছে। এ সময় তাঁরা ওই খামার স্থায়ীভাবে বন্ধের দাবি জানান।

জানা যায়, ২০১১ সাল থেকে সিপি বাংলাদেশ লিমিটেড'র ব্রয়লার ফার্ম (পোল্ট্রি খামার) স্থাপন করা হয়। ধলাই নদীর তীরে ও ঘনবসতিপূর্ণ এলাকায় প্রায় ৮ একর ভূমি নিয়ে বিশাল খামার স্থাপন করা হয়।

পরিবেশগত বর্জ্য ব্যবস্থাপনা গ্রহণ না করায় খামারের প্রচন্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। খামারের আশপাশ প্রতাপী, চৈত্রঘাট, জগনশালা, কান্দিগাঁও, জগন্নাথপুর, বড়চেগ, দক্ষিণগ্রাম, ছয়কুট, লক্ষীপুর, বিষ্ণুপুর, শ্রীঘর, শ্রীনাথপুরসহ বিভিন্ন গ্রামের মানুষের বসবাস করা দূর্বিষহ হয়ে পড়েছে। ওই খামার স্থাপনের ফলে এলাকার শিশু, বয়স্ক ও নারীদের মধ্যে শ্বাসকষ্ট, চর্মরোগসহ বিভিন্ন ধরণের প্রাদুর্ভাব বেড়ে চলেছে এবং চরম স্বাস্থ্যগত ঝুঁকি দেখা দিয়েছে।

এলাকাবাসীর পক্ষে আবু হানিফা ও বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেত্রী তানজিয়া শিশিরসহ স্থানীয়রা জানান, শুরু থেকে এলাকার লোকজন আপত্তি জানালেও তা আমলে নেয়া হয়নি। প্রতিবাদকারীদের বিভিন্ন মামলা-হামলা দিয়ে হয়রানিও নির্যাতন করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দেয়া হয়েছে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে এখন বাধ্য হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ এলাকাবাসী প্রতিবাদ জানিয়েছেন। এ বিষয়ে তারা প্রশাসনের কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়