নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২১:৪০, ৪ সেপ্টেম্বর ২০২৪
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমানের ১৫ তম মৃ`ত্যুবার্ষিকীর কর্মসূচী
সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান। ফাইল ছবি
দেশের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বরণ্যে অর্থনীতিবিদ মরহুম এম সাইফুর রহমানের ১৫ তম মৃ'ত্যুবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
এ উপলক্ষে আগামীকাল ৫ সেপ্টেম্বর দিনব্যাপী নানা কর্মসূচী পালন করবে দলটি। ১৫ তম মৃত্যু উপলক্ষ্যে নানা কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০ টা মরহুমের কবরে ফাতেহা পাঠ ও দলীয় নেতৃবৃন্দর পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসুচী শুরু হবে।
মৃ'ত্যুবার্ষিকীতে তাঁর পরিবারের পক্ষ থেকে তাঁর গ্রামের বাড়িতে কুরআন খতম, মিলাদ, দোয়া মাহফিল ও শিরণী বিতরণ করা হবে। মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগেও মিলাদ ও দোয়া, কবরে জিয়ারত, দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করবেন জেলা বিএনপি ও বিভিন্ন উপজেলা বিএনপি, পৌরবিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিন বিকেল ৪টায় স্মৃতি পরিষদের উদ্যোগে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে স্মরণসভা, দোয়া মাহফিল ও শিরণী বিতরণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আলহাজ্ব সাংগঠনিক সম্পাদক জি কে গউস।
এছাড়াও প্রধান বক্তা হিসেবে থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর মোসলেহ উদ্দিন তারেক। স্বাগত বক্তব্য দেবেন স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান এম সাইফুর রহমান।
অনুষ্ঠানে সভাপত্বি করবেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ তৌফিক আহমদ। অনুষ্ঠান সঞ্চলনা করবেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. মো. আব্দুল মতিন চৌধুরী।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’