Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৩, ১৪ সেপ্টেম্বর ২০২৪

কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে যুবলীগ নেতা সবুজ গ্রেপ্তার 

কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ।

কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শহরস্থ তার ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সবুজের নামে থানায় দুইটি মামলা হয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর)  সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলেও তিনি জানান।

এদিকে, প্রাথমিক তদন্তে জড়িত না পেলে মামলা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে একটি সূত্র। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়