মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৯:২১, ২০ সেপ্টেম্বর ২০২৪
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত
মৌলভীবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত।
মৌলভীবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টায় জেলা শহরের প্রাণকেন্দ্র এম সাইফুর রহমান অডিটোরিয়ামে মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারী শিক্ষা শিবির শুরু হয়।
জামায়াতে ইসলামী একটি পরিপূর্ণ আন্দোলন। শহীদদের রক্তস্নাত এ বিপ্লবী আন্দোলন ও সংগঠনের দাওয়াত সর্বস্তরের মানুষের নিকট পৌঁছে দিতে হবে। জনগণের সেবা করার বিশেষ সুযোগ এসেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, মুমিন খুশি হয়ে আত্মহারা হয় না। বিজয় অর্জন করলে শুকরিয়া আদায় করে মনিবের দরবারে নত হয়। নফল নামাজ, রোজা ও সাদাকা আদায় করতে হয়।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী একটি পরিপূর্ণ আন্দোলন। শহীদদের রক্তস্নাত এ বিপ্লবী আন্দোলন ও সংগঠনের দাওয়াত সর্বস্তরের মানুষের নিকট পৌঁছে দিতে হবে। জনগণের সেবা করার বিশেষ সুযোগ এসেছে। এক্ষেত্রে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দায়িত্বশীলদের যোগ্যত্যাকে আরো বিকশিত করতে হবে।
জেলা আমীর প্রকৌশলী এম শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী মো. ইয়ামীর আলীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির আলোচনা পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মো. ফখরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, দুনিয়ার চেয়ে আখেরাতকে অগ্রাধিকার দিতে হবে। দুনিয়াবী লোভ লালসামুক্ত হয়ে আল্লাহর দ্বীনের কাজকে অগ্রাধিকার দিতে হবে।
শিক্ষা শিবিরে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শুরা সদস্য ও শেরে বাংলা নগর থানা আমীর মাওলানা আমিনুল ইসলাম, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সহকারী সেক্রেটারী মো. আলা উদ্দিন শাহ, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ, পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলাম, জুড়ী উপজেলা আমীর হাফেজ নাজমুল ইসলাম, শ্রমিক কল্যাণ জেলা সহ সভাপতি মাওলানা আহমেদ ফারুক, ছাত্র শিবির শহর সভাপতি তারেক আজিজ।
অনুষ্ঠানের শুরুতে দারসে ক্বুরআন পাঠ করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শেখ আব্দুল হক।
শিক্ষা শিবিরে জেলার ৬৭ টি প্রশাসনিক ইউনিয়ন ও ৩২ টি সাংগঠনিক ইউনিয়ন সহ ৯৯ টি ইউনিয়ন দায়িত্বশীল অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে জেলা আমীর প্রকৌশলী এম শাহেদ আলী বলেন, উন্মুক্ত পরিবেশে ইসলামী আন্দোলনের দাওয়াত প্রতিটি ইউনিয়নে পৌঁছে দিতে দায়িত্বশীলকে আরো কষ্ট সহিষ্ণু হতে হবে।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’