জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
জুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
জুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম।
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জুলাই অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হা-মলার ঘটনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (০২ অক্টোবর) সকালে পুলিশের ভোগতেরা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ জুলাই এবং ৩ ও ৪ আগস্ট জুড়ী শহরে কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষাথীরা। তিনদিনই সাধারণ শিক্ষার্থীদের ওপর হা-মলা করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে ৩ আগস্ট একটি শান্তিপূর্ণ মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে বাঁধা দেয়। এক পর্যায়ের হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করলে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
৫০ ঘণ্টা ধরে শ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ কিলোমিটার যানজট৫০ ঘণ্টা ধরে শ্রমিকদের সড়ক অবরোধ, ৩০ কিলোমিটার যানজট পরে এ ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে ২৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়কারী তারেক মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় শেখরুল ইসলামকেও আসামি করা হয়।
এসআই সিরাজুল ইসলাম বলেন, শেখরুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’