আতিকুল ইসলাম
সাবেক সচিব কাদির মাহমুদের মৃত্যুতে ইউকে বিডি টিভির শোক প্রকাশ
বিশিষ্ট সমাজসেবক এ এস আব্দুল কাদির মাহমুদ। ফাইল ছবি
বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম-সচিব মৌলভীবাজার জেলার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক এ এস আব্দুল কাদির মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইউকে বিডি টিভি।
মৌলভীবাজার অন্বেষার সভাপতি সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু ও সাধারণ সম্পাদক হৃষিকেশ দাশ পিন্টু, অন্বেষা মৌলভীবাজার ইউকের প্রধান সমন্বয়ক ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ও ইউকে বিডির ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন, ভাইস চেয়ারম্যান শেখ নুরুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির, কমিউনিকেশন ডিরেক্টর রাধা কান্ত ধর, ও কালচারাল ডিরেক্টর হেলেন ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এক যৌথ শোকবার্তায় গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোকবার্তায় ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও দৈনিক মৌলভীবাজার মৌমাছি কন্ঠের সম্পাদকমণ্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুর বলেন, ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশন ও মৌলভীবাজার জেলা সমিতি সহ অনেক সেবামূলক সংগঠন ও কার্যক্রমে সক্রিয় ছিলেন সাবেক অতিরিক্ত সচিব সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আব্দুল কাদির মাহমুদ। তিনি ব্যাক্তিজীবনে ছিলেন সাদামাটা সহজ সরল মানুষ, ছিলেন একজন প্রকৃত সমাজসেবক। আমৃত্য মানুষের জন্য ও শিক্ষার উন্নয়নে কাজ করে গেছেন। উনার মৃত্যুতে সমাজ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে বলে শোকবার্তায় নেতৃবৃন্দ অভিমত ব্যাক্ত করেছেন।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সোমবার রাত ৩টা ১৫মিনিটের সময় ঢাকাস্থ কল্যাণপুরের বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জীবিতকালে তিনি ঢাকাস্থ মৌলভীবাজার জেলা সমিতির প্রাক্তন সভাপতি, মৌলভীবাজার অন্বেষার সাবেক সভাপতি, বাংলাদেশ উন্নয়ন সহায়ক সংস্থা ও পদিনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ও নজরুল একাডেমী মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেছেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’