Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫১, ৯ অক্টোবর ২০২৪

মৌলভীবাজারে ছাত্র আন্দোনে হা-মলার মামলায় বৃদ্ধসহ গ্রেফতার ২

শেরপুর ফাঁড়ি পুলিশের পৃথক দুই অভিযানে এই দুই জনকে গ্রেফতার করা হয়। ছবি- আই নিউজ

শেরপুর ফাঁড়ি পুলিশের পৃথক দুই অভিযানে এই দুই জনকে গ্রেফতার করা হয়। ছবি- আই নিউজ

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর মামলায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (০৮ অক্টোবর) সন্ধ্যায় সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের পৃথক দুই অভিযানে এই দুই জনকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়- ছাত্র আন্দোলনকে সমর্থন করে গত ১৮ জুলাই ও ৪ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচি অংশবিশেষ শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ছাত্র-জনতার মিছিলে একদল বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে প্রাণে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায়। এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের শিক্ষার্থী খায়রুল আলম সবুজ বাদী হয়ে ১টি মামলা দায়ের করেন।

পুলিশ সূত্র জানায়, মামলার প্রেক্ষিতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খলিলপুর ইউপিধীন বরাকের ব্রিজ নামক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার এজহারভুক্ত আসামী মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউপির ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাদামপুর (বাহাদুরপুর) এলাকার আব্দুল গফুরকে গ্রেফতার করে পুলিশ।

অপরদিকে, ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনে হামলার ঘটনায় ভিডিও ফুটেজের মাধ্যমে সনাক্ত করে শেরপুর বাজার এলাকা থেকে ওসমানীনগর উপজেলার পূর্বতাজপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে সাদীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি  আল-আমিনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

এ ব্যাপারে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) নিয়াজ মোহাম্মদ শরীফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে। মামলার পর থেকেই আসামীরা আত্মগোপনে চলে যায়। বর্তমানে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃতদের সদর মডেল থানায় প্রেরণ করা হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়