Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫১, ১২ অক্টোবর ২০২৪

মৌলভীবাজারে পূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও 

দর উপজেলায় বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন ইউএনও নাসরিন চৌধুরী। ছবি- সংগৃহীত

দর উপজেলায় বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন ইউএনও নাসরিন চৌধুরী। ছবি- সংগৃহীত

মৌলভীবাজার সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন চৌধুরী।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে তিনি সদর উপজেলায় বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৬নং ওয়ার্ডের সদস্যদ ইমরান আহমদ, ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সমাজসেবক তোফায়েল আহমেদসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দরা।

পরিদর্শন শেষে ইউএনও বলেন, পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরা রয়েছে। প্রতিটি মণ্ডপে বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নেই পূজা উদযাপন করতে পারবেন বলে পরিদর্শন শেষে আশাবাদ ব্যক্ত করেন ইউএনও। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়