শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
শ্রীমঙ্গলে একদিনে পাওয়া ২ লা-শ নিয়ে যা জানাল পুলিশ
প্রতীকী ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মঙ্গলবার একইদিনে দুইটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একটি লাশ নারী ও অন্যটি একজন পুরুষের। পৃথক দুই জায়গা থেকে উদ্ধার করা লাশ দু'টির মধ্যে একটি নতুন অন্যটি দুইদিন আগে ফেলে যাওয়া।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার কালিঘাট চা বাগান থেকে একজনের লাশ উদ্বার করে পুলিশ। উদ্ধার মৃত ব্যক্তির নাম আবুল খায়ের (৩০)। সে পেশায় টমটম চালক এবং উপজেলার মুসলিমবাগ এলাকার আনসার আলীর ছেলে।
অপরদিকে সকালে উপজেলার ডলুছড়া এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। যদিও এখনও এই নারীর পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নারীর বয়স আনুমানিক ৩৫ বছর হবে।
পুলিশ সুত্র জানায়, আজ সকালবেলা চা বাগানের শ্রমিকরা কালিঘাট চা বাগানের একটি সেকশনে কাজ করতে গেলে রক্তাক্ত অবস্থায় একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে চা বাগান থেকে পুলিশকে জানানো হয়। মৃতদেহের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
আর ডলুছড়ায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাফার জুনে এক লোক কাঠ কুড়াতে গিয়ে তীব্র দুর্গন্ধ পেয়ে সামনে এগিয়ে এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্বার করে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘কালিঘাট চা বাগান ও ডলুছড়া থেকে পৃথক দুটি লাশ আমরা উদ্বার করেছি। নারীর লাশটি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে আমরা ধারণা করছি এটি দুই দিন আগে এখানে ফেলে রেখে গেছে।’
ওসি আমিনুল ইসলাম জানান, ‘নারীর পরিচয় এখনো মেলেনি। মুখের চেহারা বুঝা যাচ্ছে না। আর পুরুষ লাশটি গতকাল (সোমবার) রাতেই ফেলে রাখা হয়েছে। দুটি লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের কীভাবে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর সেটা জানা যাবে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’