Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১২:৩৩, ২৪ অক্টোবর ২০২৪
আপডেট: ১২:২৩, ২৭ অক্টোবর ২০২৪

মৌলভীবাজারে জিপি পিপি নিয়োগ

মৌলভীবাজারে জিপি ও পিপি নিয়োগ পেয়েছেন যথাক্রমে মামুনুর রশিদ (ডানে) ও মো. আব্দুল মতিন চৌধুরী (বামে)।

মৌলভীবাজারে জিপি ও পিপি নিয়োগ পেয়েছেন যথাক্রমে মামুনুর রশিদ (ডানে) ও মো. আব্দুল মতিন চৌধুরী (বামে)।

ময়মনসিংহ ও মৌলভীবাজারের বিভিন্ন আদালতে ১৯৮ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা- সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। 

এরমধ্যে মৌলভীবাজারে ৪২ জনকে জেলা ও দায়রা জজ ও এর অধীন আদালত, বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতে নিয়োগ দেওয়া হয়েছে। 

মৌলভীবাজার  জেলা ও দায়রা জজ আদালতে জিপি ও পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন যথাক্রমে অ্যাডভোকেট মামুনুর রশিদ ও অ্যাডভোকেট মো. আব্দুল মতিন চৌধুরী। 

অতিরিক্ত প্রসিকিউটর পদে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট বকশী জুবের আহমদ, এপিপি পদে নিয়োগ পেয়েছেন সালেহ আহমদ রিপন।

বুধবার (২৩ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সম্পর্কিত পৃথক নিয়োগাদেশ জারি করা হয়।

উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এই নিয়োগাদেশে মৌলভীবাজার ও ময়মনসিংহ জেলার জেলা ও দায়রা জজ আদালত ও এদের অধীন আদালত, বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল এবং  বিশেষ জজ আদালতে  এর আগে নিয়োগ করা সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাদেরকে নিজ নিজ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এবং একজন সমাজসেবক। অ্যাডভোকেট মামুনুর রশিদ সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সাবেক সদস্য।

আই নিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়