কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
টানা ৩ দিন ধরে কর্মবিরতিতে এনটিসির চা শ্রমিকরা
রাষ্ট্রমালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) চা শ্রমিকদের সমাবেশ। ছবি- আই নিউজ
ছয় সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধের দাবিতে টানা তিন দিন ধরে অনির্দিষ্টকালের কর্মবিরতি করেছেন রাষ্ট্রমালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) চা শ্রমিকরা।
সোমবার (২১ অক্টোবর) থেকে সারাদেশের এনটিসির ফাঁড়ি বাগানসহ ১৬টি চা বাগানের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি করেছেন। আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন, তাদের প্রাপ্য মজুরী না পেলে কাজে যোগদান করবেন না।
এদিকে বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় কর্মবিরতির ৩য় দিনে কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের চা শ্রমিকরা কর্মবিরতি পালন করে "অনাহারে অর্ধাহারে সন্তানদের নিয়ে আর কতদিন, আমাদের ন্যায্য বকেয়া মজুরি বুঝিয়ে দিন" এই শ্লোগান নিয়ে কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগান কারখানার প্রধান ফটকের সম্মুখে মানববন্ধন কর্মসুচি পালন ও বিক্ষোভ করে।
এসময় বক্তব্য দেন মাধবপুর চা বাগানের পঞ্চায়েত প্রধান বাবুল আহমেদ, পঞ্চায়েত সদস্য কান্তিলাল, বলরাম চাষা, সুমন, শ্রমিক সর্দার বিপ্লব নুনিয়া, নির্মল দাস, নারী নেত্রী সোনামনি রাজবংশী, ঝুমকি গড়, রেখা দাস, কুমারী নুনিয়া, ললিতা রাজভর প্রমুখ।
মাধবপুর চা বাগানের নারী শ্রমিক মালতি বলেন, আমরা তিন দিন ধরে আন্দোলন করছি। আমাদের ঘরে খাবার নেই। কারো হাতে টাকা নেই। এভাবে আর কয় দিন চলবো। বাড়িতে ছেলেমেয়েরা না খেয়ে আছে। আমরা সরকারের কাছে দাবী জানাই আমাদের মজুরী যেন দ্রুত দেওয়ার ব্যবস্থা করা হয়।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু দলই ভ্যালীর সভাপতি ধনা বাউরী বলেন, আমাদের শ্রমিকরা আজ তিন দিন ধরে টানা আন্দোলন সংগ্রাম করে আসছেন। কিন্তু মালিকপক্ষ মজুরী পরিশোধ করছে না। এভাবে চলতে থাকলে আমরা কঠোর আন্দোলনে যাবো।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’