নিজস্ব প্রতিবেদক, (শ্রীমঙ্গল) মৌলভীবাজার
হরিণছড়ায় ৩৫তম জপমালা রানী মা-মারীয়া তীর্থোৎসব উদযাপন
হরিণছড়ায় ক্যাথলিক খ্রিষ্টান ধর্মাম্বলীদের প্রধান ধর্মীয় উৎসব। ছবি- রণজিৎ জনি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা হরিণছড়ায় ক্যাথলিক খ্রিষ্টান ধর্মাম্বলীদের প্রধান ধর্মীয় উৎসব ৩৫তম জপমালা রানী মা-মারীয়া তীর্থোৎসব উদযাপিত হয়েছে। পাঁচশো ফুট উঁচু টিলার উপরে অবস্থিত জপমালা রানী মা মারীয়া তীর্থ স্থানে নানা ক্রিয়াদির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মাসব্যাপী এ উৎসব।
রোববার (২৭ অক্টোবর) সকাল ১১টায় ফাদার রবার্ট নকরেক সিএসসির পরিচালনায় ধর্মীয় নৃত্যগীত পরিবেশনের মধ্য দিয়ে মহা খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ক্যাথলিক খ্রিষ্টান তরুণ-তরুণীরা অংশ নেন।
এবছর জপমালা রানী মা মারীয়া তীর্থের প্রার্থনার মুলভাব হলো ''বিশ্বাসের তীর্থযাত্রায় শান্তি রানী মা মারীয়া"। এই ভাবার্থকে সামনে রেখে হরিণছড়া চা বাগানের মা মারীয়া তীর্থ স্থানে গত শনিবার ও রোববার দুই দিন ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন করেন ক্যাথলিক খ্রিষ্টানরা।
রোববার মহা খ্রিষ্টযাগ উৎসর্গ করেন সিলেট খ্রিষ্টান ক্যাথলিক ধর্মপ্রদেশর বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ। খ্রিষ্টযাগে উপস্থিত থেকে সহযোগীতা করেন শ্রীমঙ্গল ক্যাথলিক মিশনের পাল পুরোহিত ড. ফাদার জেমস শ্যামল গমেজ সিএসসি, হলিক্রশ সম্প্রদায়ের প্রভিন্সিয়াল ফাদার জজ কমল রোজারিও, ফাদার রবার্ট নকরেক সিএসসি, সিলেট ধর্মপ্রদেশের সদস্য সচিব ফাদার সরোজ ওএমআই, নটরডেম কলেজ প্রভাষক ফাদার মৃণাল ম্রং সিএসসি, বড়লেখা ডিমাই মিশনের ফাদার পাউলুস মুর্মু ওএমআই, নটরডেম স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ফাদার প্রশান্ত নিকোলাস ক্রুশ সিএসসি, কুলাউড়া লক্ষিপুর মিশনের যাজক ফাদার সাগর ওএমআই, ফাদার পিয়ুস পডুয়েং ও এমআই, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সাব-মিশনের পরিচালক ফাদার কল্লোল, জাফলং মিশনের ফাদার বিপ্লব কুজুরসহ আরও অনেকেই।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন এলাকা থেকে মিশনের ফাদার, ব্রাদার, সিস্টারসহ ৫ হাজারেরও বেশি ক্যাথলিক ধর্মীয় বিশ্বাসী ভক্ত। তীর্থোৎসবে তীর্থযাত্রী খ্রিষ্টভক্তরা জপমালা রানী মা মারীয়ার কাছে দেশ ও বিশ্বের শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করেন।
খ্রিষ্টযাগে বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ বলেন, ঈশ্বর কুমারী মারীয়াকে বেছে নিয়েছেন তার পুত্রের জননী হওয়া জন্যে। জপমালা প্রার্থনা আমাদেরকে আধ্যাত্মিক ভাবে অনেক শক্তি ও সাহস দিয়ে থাকেন। মা মারীয়াকে প্রেরিতগণের রানী বলা হয় কারণ, মহান ঈশ্বর তাকে প্রভু যীশু খ্রিষ্টের মা হওয়ার জন্য বেছে নিয়েছেন এবং ঈশ্বর আদেশে কুমারী অবস্থায় গর্ভধারণ করে জন্মদান করেন মুক্তিদাতা যীশু খ্রিষ্টকে। মা মারীয়ার প্রতি ভক্তি প্রদর্শন করার জন্যে প্রতি বছর অক্টোবর মাস জপমালা রানী মা মারীয়া মাস হিসাবে ঘোষণা করেছেন। এই মাসে ক্যাথলিক খ্রিস্টভক্তারা সারা মাসব্যাপী জপমালা প্রার্থনা মাধ্যমে পারিবারিক প্রার্থনা, নভেনা প্রার্থনা করে থাকেন।
তীর্থোৎসবে স্থানীয় ক্যাথলিক খ্রিষ্টান তরুণ-তরুণীরা অংশ নেন। ছবি- রণজিৎ জনি
ঢাকা থেকে আগত নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভক্ত বলেন, হরিণছড়ায় জপমালা রানী মা-মারীয়া তীর্থোৎসবে প্রতিবছর অংশগ্রহণ করে থাকি। জপমালারানী মা মারীয়ার কাছে মানত করে এর আগেও আমার উপকার হয়েছে। প্রাকৃতিক ঘেরা সৌন্দর্যময় অবস্থিত হরিণছড়া জপমালা রানী মা মারীয়া তীর্থ স্হান সত্যিই একটি দৃষ্টিনন্দন পবিত্র স্থান।
তীর্থ উদযাপন কমিটির আহবায়ক ড.ফাদার জেমস শ্যামল গমেজ (সিএসসি) বলেন, এবছর আমরা ৩৫তম জপমালা মা মারীয়া তীর্থ পালন করছি। নানান প্রতিকূলতার মাঝেও মা মারীয়ার কাছে ভক্তি প্রদর্শন ও আশীর্বাদ পাবার জন্য এ তীর্থ স্থানে অনেক ভক্ত উপস্থিত হয়েছেন। সকলের সহযোগিতার কারণে এবারের জপমালা মা মারীয়া তীর্থ করতে পেরেছি। এজন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’