মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১১:০৪, ২৮ অক্টোবর ২০২৪
অতিরিক্ত বালু বহনকারী অর্ধশতাধিক ট্রাক আটক
নি-ষেধ অমান্য করে মনু নদী থেকে ট্রাকে বালু পরিবহন, ঝুঁকিতে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক
ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনসাধারণ প্রশাসনের সহযোগিতায় কমলগঞ্জে অর্ধশতাধিক গাড়ি আটকে রাখেন। ছবি- আই নিউজ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মনুনদী থেকে উত্তোলিত হওয়া বালু শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্থানে পরিবহন হচ্ছে। ১০ চাকার ট্রাকে ওভারলোড করে বালু বহন করার কারণে ধ্বসে পড়ছে পর্যটনবাহী কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কপথ। দুর্ঘটনার ঝুঁকির মুখে সড়কে নিয়মিত চলাচলকৃত যানবহনগুলোও। মৌলভীবাজার সড়ক ও জনপথের আপত্তি উপেক্ষা করে ধারণ ক্ষমতার অধিক ভারী গাড়িতে বালু পরিবহন হচ্ছে।
শনিবার দিবাগত রাতে ও রোববার (২৭ অক্টোবর) ভোরে এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনসাধারণ প্রশাসনের সহযোগিতায় কমলগঞ্জে অর্ধশতাধিক গাড়ি আটকে রাখেন। পোড়ে জরিমানা করে বালুর গাড়িগুলো ছাড়ার অনুমতি দেয় প্রশাসন।
জানা যায়, অতিরিক্ত বালু বহনকারী গাড়ির কারনে সড়ক ও জনপথ বিভাগের শমশেরনগর-চাতলাপুর ও কুলাউড়া-শমশেরনগর-শ্রীমঙ্গল সড়কে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া উন্মুক্ত অনেক গাড়ির বালুর কারণে এবং দুর্ঘটনার ঝুঁকির মুখে রয়েছেন পথচারী ও যানবাহন চালকরা। দীর্ঘ প্রায় এক বছর ধরে বালু বহনের কারণে সড়কে যানজটসহ স্থানীয়ভাবে অনেকেই অতিষ্ঠ হয়ে উঠছেন।
রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়ক বিভাগ, মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ গত ১৯ মে মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে লিখিত সচিত্র পত্রে বলেন, ‘কুলাউড়া-শমশেরনগর-শ্রীমঙ্গল সড়কে ২২ মে.টন লোড বহন করার অনুমোদন রয়েছে। তবে বালু বহনকারী ধারণ ক্ষমতার অধিক ভারি গাড়িতে বালু মহালদারদের ৪০ থেকে ৫০ টন বালু বহনকারী ভারী ট্রাক নিয়মিত চলাচলের কারনে ফাউন্ডেশনসহ সড়ক পেভমেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব ভারী গাড়িতে বালু পরিবহন বন্ধ হওয়া প্রয়োজন।’
এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ‘অতিরিক্ত বোঝাই বালু বহনকারী ট্রাকগুলো রাতে আটক করেছে স্থানীয়রা। বিকেল ৪টার দিকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে বালু বোঝাই ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়েছে।’
নির্বাহী কর্মকর্তা আরও জানান, ‘কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের কালীবাড়ি নামক স্থানে কালভার্ট নির্মান কাজ শেষ না হওয়া পর্যন্ত আর যেন বালু বোঝাই ট্রাক না যায় সেই নিদের্শ দিয়েছে বালু ইজারাদার প্রতিষ্টান কুকিল এন্টারপ্রাইজের জুয়েল আহমেদকে।’
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’