সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার
আপডেট: ১২:১৭, ২৮ অক্টোবর ২০২৪
চাকরি ফিরে পেতে পাগলের মতো ঘুরছেন মৌলভীবাজারের পুলিশ কনস্টেবল আব্দুল করিম
২০২০ সালে চাকরি হারানো পুলিশের কনস্টেবল আব্দুল করিম মিন্টু।
পুলিশ কনস্টেবল আব্দুল করিম মিন্টু। পুলিশের চাকরিতে যোগদান করেন ২০১৩ সালে। বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন এর পাবই গ্রামে। মা বাবা স্ত্রী সন্তান নিয়ে ভালোই চলছিলো আব্দুল করিম মিন্টু। কিন্তু, হঠাৎ তার চাকরি জীবনে নেমে আসে এক ভয়াল ঝড়। চাকরি থেকে বরখাস্তের শিকার হন একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে।
২০২০ সালে ফেসবুকে আইজিপির বরাত দিয়ে একটি পোস্ট কপি করে শেয়ার করেন তিনি। সেই পোস্টে লিখা ছিল ‘কোন পুলিশ সদস্য মারা গেলে লাশ বাড়ি যাবে না।’ এই পোস্ট দিয়েই বরখাস্ত হয়েছিলেন করিম। চাকরি যাওয়ার পর থেকেই আইনিভাবে লড়ছেন করিম। চাকরি ফিরে পাওয়ার জন্য আবেদন করেছেন কোর্টের কাছেও।
স্থানীয় সুত্রে জানা যায়, অভাব অনটনের সংসার ছিল আব্দুল করিম মিন্টুর। ২০১২ সালে মৌলভীবাজার জেলা পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেয়। তখন আবেদন করেন আব্দুল করিম মিন্টু। টাকা ছাড়াই চাকরি হয় তার। পরিবারের ভাগ্য খুলে যায় তখন। সামান্য বেতন দিয়ে মা বাবা ও স্ত্রী সন্তানকে নিয়ে ডাল ভাত খেয়ে চলছিল তার সংসার। তবে ২০২০ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইজিপির বরাত দিয়ে একটি পোস্ট কপি করে শেয়ার করেন তিনি। সেই পোস্টে লিখা ছিল ‘কোন পুলিশ সদস্য মারা গেলে লাশ বাড়ি যাবে না।’ এই পোস্ট দিয়েই বরখাস্ত হয়েছেন করিম। এর পর থেকে মানুষের কাজ করে মা বাবাকে নিয়ে কষ্টে দিন পার করছেন করিম।
আরও জানা যায়, পুলিশের চাকরি হওয়ার আগে তিনি কোন রাজনীতির সাথে জড়িত ছিলেন না। যার কারণে চাকরি হয় তার।
চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল আব্দুল করিম মিন্টুর মা আয়রুন বেগম বলেন, ‘আমি বৃদ্ধ মানুষ। বিভিন্ন অসুখে আমায় জ্বালা দিচ্ছে। অভাবের সংসার। নুন আনতে পানতা ফুরায়। আমার ছেলেটা পুলিশে চাকরি করতো। তার টাকা দিয়ে আমার অসুখের খরচ ও আমাদের পুরা সংসার চলতো। কিন্তু, হঠাৎ এভাবে তার চাকরি চলে যাবে মেনে নিতে পারছিনা। চোখের সামনে ছেলেটা মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে ছেলেটা। অনেক সময় না খেয়ে আমার পরিবারের দিন কাটাতে হচ্ছে। আমি সরকারের কাছে জোড় দাবী করছি আমার ছেলেটার যেন চাকরিটা ফিরিয়ে দেন।’
চাকরি হারানো আব্দুল করিমের বৃদ্ধ বাবা আলফু মিয়া কান্না জড়িত কন্ঠে বলেন, ‘ছেলেটার চাকরির বেতন দিয়ে কোনো রকম ডাল ভাত খেয়ে কত সুন্দর চলছিল আমাদের সংসার। ফেসবুকে কি এক পোস্টে দিছে শুনেছি তার জন্য চাকরিটা চলে গেছে। সরকারের উর্ধ্বতন ব্যক্তিদের কাছে অনুরোধ করছি আমার ছেলেটার যেন চাকরিটা ফিরে পায়।’
তিনি আরও বলেন, ‘সরকারি আইনে যদি ভুল করে থাকে তাহলে তাকে ক্ষমার দৃষ্টিতে যেন দেখা হয়। তার মা স্ত্রী বাচ্চা সবাই খুব কষ্টে দিন পার করছে। আমিও অসুস্থ মানুষ। ছেলের চাকরি হারানোর পর বিভিন্ন বাজারে বাজারে সবজি বিক্রি করে সংসার চালাই। কবে দুনিয়া থেকে চলে যাই ঠিক নাই। কিন্তু ছেলেটার মুখে হাসি দেখে মরতে চাই।’
কুলাউড়া উপজেলার হাজীপুর বাজারের কম্পিউটার ও ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা ব্যবসায়ী আওয়াল হোসেন বলেন, ‘আব্দুল করিম মিন্টু আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত না। চাকরি যাওয়ার পর থেকে বিভিন্ন মানুষজন তাকে পরামর্শ দিয়েছিল আওয়ামীলীগের নেতাদের কাছে গেলে চাকরি ফিরে পেতে পারে এ আশায় বিভিন্ন নেতাদের কাছে যায় সে। এটাতো অন্যায়ের কিছু না। এখন সরকার পরিবর্তন হয়েছে। তাই সরকারি বিভিন্ন দপ্তরে চাকরির জন্য ঘুরছে সে।’
একই এলাকার হাজীপুর ইউনিয়ন বিএনপির ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আলী বলেন, ‘পুলিশ করিমকে খুব ভালো করে চিনি। কিন্তু সে সময় আওয়ামীলীগ সরকার বিরোধী একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে তার চাকরিটা চলে যায়। চাকরি ফিরে পাওয়ার জন্য আওয়ামী লীগ নেতাদের কাছে যায় ছবি তুলে। সেটা বিভিন্নজন ফেইসবুকে দেয়। তাই বলে সে আওয়ামী লীগ নেতা হয়ে গেছে? আমি এটা বলতে চাই সে ভালো ছেলে। দ্রুত যেন এই সরকার তার চাকরিটা ফিরিয়ে দেন।’
এ বিষয়ে চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল আব্দুল করিম মিন্টু বলেন, ‘আমি চাকরি জীবনে কারো ক্ষতি করিনি। খুব কষ্টের সংসার আমার। বাবা মানুষের দোকানের সামনে কাচামাল বিক্রি করে আমাদের সংসার চালাচ্ছেন। রাজনীতির দলের সাথে আমার সম্পর্ক নাই। এলাকায় চাকরি যাওয়ার পর মানুষের কাজ করে সংসার চালাই। অসুস্থ মা বাবা ও স্ত্রী সন্তানকে নিয়ে কোনো রকম খেয়ে না খেয়ে দিন পার করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট দেওয়ার পর আমাকে সাময়িক বরখাস্ত করা হয়। চাকরিটা ফিরে পাওয়ার জন্য আমি আইনিভাবে লড়ছি। আমি আশা করি আমি আমার চাকরি ফিরে পাব। আমি কোনো অন্যায় করিনি।’
আপনাকে নিয়ে বিভিন্ন অনলাইনে নিউজ হচ্ছে কি-না এ বিষয়ে তিনি বলেন, ‘আমার বিরোদ্ধে একটি চক্র লাগছে। যাতে আমি চাকরি ফিরে না পাই। কিন্ত তারা সফল হবে না। ইনশাআল্লাহ আমি চাকরি ফিরে পাব। যে পোস্টের কারণে আপনার চাকরি গেলে সেটা কি পোস্ট ছিল? আমি পুলিশের চাকরিতে যোগ দেই ৬ অক্টোবর ২০১৩ সালে। ২০২০ সালে ফেসবুকে আইজিপির বরাত দিয়ে একটি পোস্ট কপি করে শেয়ার করি কোন পুলিশ সদস্য মারা গেলে লাশ বাড়ি যাবে না। এরপর আমি চাকরি থেকে বরখাস্ত হই।’
বিভিন্ন আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতার সাথে আপনার কেন জানতে চাইলে এ বিষয়ে তিনি বলেন, ‘চাকরি চলে যাওয়ার পর আওয়ামীলীগের বিভিন্ন নেতা কর্মীদের কাছে গিয়েছি যাতে চাকরিটা ফিরে পাই। সুশীল সমাজের মানুষ বলেছেন আওয়ামীলীগ নেতাদের কাছে যাও চাকরি পিরে পাবে। এখন তারাই সব। তাই গেছি তাদের কাছে। তাই বলে আমি আওয়ামীলীগের রাজনৈতিক নেতা হয়ে গেলাম। আমি কাজ করে সংসার চালাই। বাবা কাঁচামালের সবজী বিক্রি করে এখন সংসার চালান। চাকরি যাওয়ার পর আমি বেকার হয়ে পাগলের মতো ঘুরছি। আমি কখনো কোন রাজনীতির সাথে জড়িত ছিলাম না। রাজনীতি আমি পছন্দ করিনা।’
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’