নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে চাষীদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে ব্রি ৭৫ জাতের ধান
মাঠ থেকে আগাম জাতের ব্রি ৭৫ ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা। ছবি- আমির মিয়া
মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা এলাকায় দিনদিন কৃষকের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ব্রি ৭৫ জাতের ধান। স্বল্প জীবনকালের এই সুগন্ধি যুক্ত চিকন আকারের ধান উৎপাদনে সারের খরচও লাগে কম। ২০ শতাংশ কম সার ব্যবহার করেই ফলানো যায় এই জাতের ধান। আর তাই দিনদিন এই ব্রি ৭৫ জাতের ধান চাষে ঝুঁকছেন বাজরাকোনা এলাকার কৃষকরা।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি ৭৫ জাতের ধান একটি স্বল্প জীবনকাল সম্পন্ন ধান। এ ধান সুগন্ধি আর ধানের চাল আকারে বেশ চিকন। এই ধানের চাল থেকে ভাত হয় ঝরঝরে। সুগন্ধি ও চিকন জাতের এ ধান বাজারে বেশি দামে বিক্রি হয়। তাই কৃষকদের এ ধান চাষাবাদ করে লাভবান হবার সুযোগ থাকে অন্য ধানের তুলনায় বেশি। তাছাড়া, স্বল্প সময়ে চাষাবাদ করা যায় বলে এ ধান কাটার পর কৃষক রবি শস্যও চাষ করতে পারেন।
বাজরাকোনা এলাকার কৃষক শামসুল আলম ও শিবলু মিয়া। তাঁরা দুই জনই নিজেদের জমিতে ব্রি ৭৫ জাতের এ ধান লাগিয়েছেন। এই দুই কৃষক জানান, আমন মৌসুমের একমাত্র সুগন্ধি চাল এটি। ধান গবেষণা ইনস্টিটিউটের পরামর্শ ও সহায়তা নিয়ে আমরা ব্রি ৭৫ ধান চাষ করছি। উচ্চফলনশীল এ ধান চাষে সার খরচ হয় ২০ ভাগ কম। পাশাপাশি একই জমিতে বছরে ৩ থেকে ৪টি ফসল করা যায়। তাই আমাদের মতো অন্য কৃষকরাও এখন এ ধান চাষে আগ্রহ দেখাচ্ছেন। আগামী মৌসুমে আমরা আরও বেশি করে এ ধান চাষ করবো।
স্বল্প জীবনকাল সম্পন্ন ও আগাম জাতের এ ধান চাষাবাদ করে কৃষক ২ ফসলী জমিকে ৩ ফসলী এবং ৩ ফসলী জমিকে ৪ ফসলী জমিতে রূপান্তর করা যায়। মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা গ্রামের কৃষকরা এরিমধ্যে ব্রি ৭৫ জাতের এ সুগন্ধি ধান চাষ করতে শুরু করেছেন। বৃদ্ধি পাচ্ছে এ ধান চাষে আগ্রহী কৃষকদের সংখ্যাও।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’