Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৫:২০, ২৯ অক্টোবর ২০২৪

মৌলভীবাজারে কাজে যোগ দিয়েছেন নিয়োগপ্রাপ্ত সরকারি আইন কর্মকর্তাগণ 

সভায় আইন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো. ইসরাইল হোসেন। 

সভায় আইন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো. ইসরাইল হোসেন। 

সম্প্রতি মৌলভীবাজারের আদালতে সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন ৪২ জন আইন কর্মকর্তা। এরিমধ্যে দায়িত্ব পালনে কাজে যোগদান করেছেন তাঁরা।

সোমবার মৌলভীবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে নিয়োগপ্রাপ্ত ৪২ আইন কর্মকর্তাদের নিয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় আইন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো. ইসরাইল হোসেন। 

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বুলবুল আহমেদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো. ইসরাইল হোসেন। 

এর আগে গত বুধবার (২৩ অক্টোবর) মৌলভীবাজার আদালতে জিপি ও পিপি পদে ৪২ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং। 

মৌলভীবাজার  জেলা ও দায়রা জজ আদালতে জিপি ও পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন যথাক্রমে অ্যাডভোকেট মামুনুর রশিদ ও অ্যাডভোকেট মো. আব্দুল মতিন চৌধুরী। অতিরিক্ত প্রসিকিউটর পদে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট বকশী জুবের আহমদ, এপিপি পদে নিয়োগ পেয়েছেন সালেহ আহমদ রিপন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়