মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
শ্রীমঙ্গলে বিএনপির বিশাল সমাবেশ
বিএনপি নেতাকর্মীদের পদচারণায় মুখর ছিল সমাবেশ প্রাঙ্গণ। ছবি- আই নিউজ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার বিজয় নস্যাৎ এর চেষ্টা ও অপশক্তির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১ নভেম্বর) বিকেলে সদর ইউনিয়নের নাহার পেট্রোল পাম্পের সামনে এই বিশাল সমাবেশটি অনুষ্ঠিত হয়। ৩নং সদর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
তিনি তার বক্তব্যে জনগণের অধিকার রক্ষায় বিএনপির অবস্থান তুলে ধরেন। এছাড়া, তিনি বিএনপির সাম্প্রতিক ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কেও নেতাকর্মীদের অবহিত করেন।
আয়োজিত সমাবেশে দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন। বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার ও সরকারের নীতিমালা নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।
৩নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান ঝারুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন (তাজু), জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক মো. মহিউদ্দিন ঝারুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের অনিয়ম, দুর্নীতি, ও জনগণের অধিকার হরণের বিষয়গুলো নিয়ে কড়া সমালোচনা করেন। দেশের জনগণকে আন্দোলনের মাধ্যমে অধিকার আদায়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বিএনপি বরাবরই সংগ্রাম করে আসছে এবং করবে। তারা আরও বলেন, জনগণের সমর্থন পেলে আগামী নির্বাচনে বিএনপি জনগণের অধিকার আদায় ও সুশাসন প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে কাজ করবে।
সমাবেশে ৩নং ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’