Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:২৯, ২ নভেম্বর ২০২৪
আপডেট: ১৯:৩৭, ২ নভেম্বর ২০২৪

গানেগানে মৌলভীবাজারে উদীচীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীদের উদ্বোধনী গান পরিবেশনা। ছবি- আই নিউজ

উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীদের উদ্বোধনী গান পরিবেশনা। ছবি- আই নিউজ

মৌলভীবাজারে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। জাতীয় সংগীত, দলীয় সংগীত, গণসংগীত ও লোকগানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সাংস্কৃতিক সংগঠনটির পথ চলার ৫৬ বছর। 

শনিবার (২ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার পৌরসভার মেয়র মুক্তমঞ্চে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদ। 

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করেন উদীচী মৌলভীবাজারের শিল্পীকর্মীরা। এসময় জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করেন উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় নেতা এডভোকেট মকবুল হোসেন এবং উদীচী মৌলভীবাজার সংসদের সভাপতি এডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস।

রামেন্দু দাসের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী নিয়ে বক্তব্য দেন আমন্ত্রিত অতিথি ও নেতৃবৃন্দ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি এডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস। 

আলোচনা সভায় বক্তব্য দেন, উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও সদস্য এডভোকেট মকবুল হোসেন, রাজনগর সরকারি ডিগ্রী কলেজের অধ্যাপক রজত গোস্বামী, উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সাবেক সভাপতি এডভোকেট মিজানুর রহমান, কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির নেতা লুৎফুর রহমান। 

আলোচনা সভা শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে হেমাঙ্গ বিশ্বাস, বাউল আব্দুল করিম, ক্বারী আমিরউদ্দিনসহ নানা কীর্তিমানদের লেখা গণসংগীত ও লোকগান পরিবেশন করেন শিল্পীরা। তোরা সব জয়ধ্বনি কর, তোমরা কুঞ্জ সাজাও গো, অচিন দেশের মাঝি ভাইরেসহ নানা গানে মুখরিত ছিল অনুষ্ঠানস্থল।

দেশের প্রতিতযশা সাংবাদিক লেখক ও সংগঠক সত্যেন সেনের হাত ধরে ১৯৬৮ সালের ২৯ অক্টোবর জন্ম হয় উদীচী। আকাশের উত্তর দিকের ধ্রুবতারার কথা মাথায় রেখে সংগঠনের নাম রাখা হয় উদীচী। আকাশের উত্তরে ধ্রুবতারা দেখে দেখে নাবিকরা যেমন সঠিক দিশা খুঁজে পান, ঠিক একইভাবে জাতীয় সংকটে জাতিকে দিশা দিতেই কাজ করে চলেছে উদীচী শিল্পীগোষ্ঠী। বাংলাদেশসহ সারাবিশ্বে ৩০০টির বেশি উদীচীর শাখা হয়েছে। ন্যায়ভিত্তিক সকল লড়াই, সংগ্রামে থাকা উদীচী আজও সুস্থ সাংস্কৃতিক ধারা রক্ষার কাজ করে যাচ্ছে দেশ ও বিদেশের শিল্পী-সাহিত্যিকদের নিয়ে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়