মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের উদ্যোগে ‘বিনা লাভের বাজার’ উদ্বোধন
বাজারটি প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত খোলা থাকবে। ছবি- আই নিউজ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী বাজারে ক্রেতা সাধারণের মাঝে স্বস্তি ফেরাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যনারে শুরু হয়েছে ‘বিনা লাভের বাজার’। ‘বিনা লাভের বাজারে’ লাভ ছাড়াই ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করছেন উদ্যোগী শিক্ষার্থীরা।
গতকাল সোমবার (৪ অক্টোবর) সকাল ১০টায় শ্রীমঙ্গল জামে মসজিদের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলার উদ্যোগে আবু হানিফা ও কাজী মঞ্জুরের তত্ত্বাবধানে ‘বিনা লাভের বাজার’ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাজার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু তালেব।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস ও শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি আব্দুস সালাম তালুকদার, শ্রীমঙ্গল প্রতিনিধি হায়দার আলী, মো. ছাঈদ আহমেদ ছাদী, কামরুল ইসলাম, নাঈম আহমদ, আহসানুর রহমান রনি, রানা আহমেদ, মো. রাকিব, তাওহিদুর রহমান, উম্মে রাফিসা মাইমুনা, মীম আক্তার, সাদিয়া আক্তার, কমলগঞ্জের প্রতিনিধি জালাল আহমদ, শাহিন মিয়া, নাজমিন বেগমসহ সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে সরজমিন ‘বিনা লাভের বাজার’ ঘুরে দেখা যায়, মধ্যবিত্তসহ সব ধরণের ক্রেতা আগ্রহভরে এই নতুন আঙ্গিকের বাজারে এসে তাদের প্রয়োজনীয় সবজি কিনছেন।
নতুন এই বাজারে সবজি কিনতে আসা শ্রীমঙ্গল উত্তর ভাড়াউড়া এলাকার বাসিন্দা চা শ্রমিক দীপ বোনার্জি বলেন, বাজারের চেয়ে এখানে সবজির দাম অর্ধেক কম থাকায় সাশ্রয়ী মূল্যে কিনতে পারছেন তিনি।
শহরের বাসিন্দা গৃহিণী সেলিনা বেগম বলেন, বাজারে সবজির দাম দ্বিগুণ। তাই এখান থেকে কম দামে কয়েক প্রকারের সবজি কিনতে পেরে ভালো লাগছে। বিনা লাভের বাজারে আসা অন্যান্য ক্রেতাদের মধ্যেও একটা স্বস্তিভাব লক্ষ্য করা গেছে।
বিনা লাভের বাজারের আয়োজকদের অন্যতম আবু হানিফা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলার উদ্যোগে শুরু হওয়া বাজারটি আমি এবং কাজী মঞ্জুরের তত্ত্বাবধানে আজ শুরু হয়েছে। বাজারে সিন্ডিকেট না ভাঙ্গা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান আয়োজক সংশ্লিষ্টরা।
বাজারটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালু থাকবে বলে আয়োজকরা জানান।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’