Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৭:৪৭, ৬ নভেম্বর ২০২৪
আপডেট: ১৭:৪৮, ৬ নভেম্বর ২০২৪

দেশি গরুর জন্য সুপরিচিত শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী সাগরদিঘীর পাড় গরুর বাজার

সপ্তাহের প্রতি সোমবার দুই থেকে আড়াইশো গরু উঠে বাজারে। ছবি- আই নিউজ

সপ্তাহের প্রতি সোমবার দুই থেকে আড়াইশো গরু উঠে বাজারে। ছবি- আই নিউজ

শ্রীমঙ্গলের সাগরদিঘীর পাড় গরুর বাজার। চা বাগান ঘেরা শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী এই বাজার সুপরিচিত স্থানীয় গরুর জন্য। সিলেটের নানা জেলা উপজেলা থেকে গরু নিয়ে আসেন বিক্রেতারা। বহু জায়গার ক্রেতারা আসেন এসব গরু কিনে নিতে। ক্রেতাদের পছন্দসই গরু নিয়ে সম্পতাহের প্রতি সোমবার এই বাজারে বসেন গরু বিক্রেতারা।

প্রতি সোমবার দুই থেকে আড়াইশো গরু উঠে বাজারে। এরমধ্যে প্রায় একশো গরু প্রতিদিন এই বাজার থেকে বিক্রি হয়। গরু আসে মিরপুর, আধগুরা, নাসিরনগর, বাহুবল, সিলেট, ওসমানীনগরসহ নানান জেলা ও উপজেলা থেকে।

জানা যায়, এই বাজারটি বর্তমানে যেখানে আছে পূর্বে এখানে ছিলো না। এর আগে বাজারটি বসতো সিন্দুরখান বাজারে। তখন বাজার ছিলো বর্তমানের চেয়েও বেশি বড় আর সরগরম। পরবর্তীতে বাজারের স্থান পরিবর্তন হয়ে সাগরদিঘীর পাড়ের দিকে চলে আসে। বর্তমানে এখানেই বসে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী এই গরুর বাজার। প্রতি কোরবানির ঈদের সময় এই বাজারে ক্রেতা বিক্রেতাদের ঢল নামে বলেও জানান বাজার কতৃপক্ষ। তখন বাজারে তিল পরিমাণ জায়গা খালি থাকে না।

সাগরদিঘীর পাড়ের এই গরুর বাজারে ক্রেতা-বিক্রেতা বেশি আসার কারণ, এখানে চাঁদাবাজদের উৎপাত নেই তেমন একটা। পাশাপাশি গরুর রসিদও নায্যমূল্যের মধ্যে রাখেন বাজার কতৃপক্ষরা। রয়েছে পৌরসভা কতৃক নির্মাণ করে দেওয়া বাজারে গরু নামানোর সুব্যবস্থাও। ফলে, ক্রেতা ও বিক্রেতাদের জন্য অন্য বাজারের তুলনায় অনেকটাই নিরাপদ আর পছন্দের সাগরদিঘীর পাড়ের এই বাজার। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়