Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৩, ১৮ নভেম্বর ২০২৪

লংলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইরফানুল হক আর নেই 

প্রয়াত লংলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইরফানুল হক ইমরান।

প্রয়াত লংলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইরফানুল হক ইমরান।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইরফানুল হক ইমরান মারা গেছেন। রোববার দিবাগত রাত ২টায়  সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আজ সোমবার (১৮ নভেম্বর) বেলা ২টায় মরহুমের নিজ এলাকার ঘাগটিয়া ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে প্রধান শিক্ষক মো. ইরফানুল হক ইমরানের বয়স হয়েছিলো ৪৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে শিক্ষক ইমরান ডায়রিয়ায় আক্রান্ত হন। পরে তাকে কুলাউড়া শহরস্থ লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রবিবার দিবাগত রাত ২টার দিকে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়