নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে মৌলভীবাজার কারাগারে হস্তান্তর
পুলিশি হেফাজতে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। ছবি- সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের উপর হামলার মামলায় ঢাকায় গ্রেফতার হন সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ। গ্রেফতারের পর এতোদিন তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। আজ সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তরিত করা হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যার দিকে সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ আব্দুস শহীদকে মৌলভীবাজার কারাগারে হস্তান্তর করা হয়।
কারাগারে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলার জেল সুপার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার।
জেল সুপার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার জানান, শ্রীমঙ্গলের একটি মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে হস্থান্তর করা হয়। আগামী ২৭ নভেম্বর মৌলভীবাজার আদালতে হাজির করা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে ৭ম বারের মতো এমপি নির্বাচিত হয়েছিলেন আব্দুস শহীদ। গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কমলগঞ্জ-শ্রীমঙ্গলে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার নির্দেশ দেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা করা হয়। সেই মামলার প্রেক্ষিতে গত ৩ অক্টোবর দিনগত রাতে আবদুস শহীদের উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু অ্যাকাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য। স্থানীয়দের কাছে তিনি হুইপ নামে বেশি পরিচিত ছিলেন। এলাকায় সরকারি জায়গা দখলসহ নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’