Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

বিকাশ বিশ্বাস

প্রকাশিত: ১৫:১৫, ২ ডিসেম্বর ২০২৪

শ্রীমঙ্গলে গারোদের নবান্ন উৎসব ‘ওয়ানগালা’ অনুষ্ঠিত

ওয়ানগালা উৎসবে গারো সম্প্রদায়ের মেয়েরা নাচ করছে। ছবি আই নিউজ

ওয়ানগালা উৎসবে গারো সম্প্রদায়ের মেয়েরা নাচ করছে। ছবি আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গারো সম্প্রদায়ের লোকেরা সারাদিন পূজা-অর্চনা করে নেচে-গেয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছেন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসব ওয়ানগালা। 

রোববার উপজেলার ফুলছড়া গারো লাইনের মাঠে ওয়ানগালা উদযাপন কমিটির আয়োজনে এই উৎসব উদযাপন করা হয়।

জানা যায়, ওয়ানগালা হলো নবান্ন উৎসব। গারো সম্প্রদায়ের বিশ্বাস, 'মিশি সালজং' বা শস্যদেবতার ওপর ভরসা রাখলে ফসলের ফলন ভালো হয়। এই শস্য দেবতাকে ধন্যবাদ জানিয়ে ও নতুন ফসল খাওয়ার অনুমতির পাশাপাশি সব পরিবারের ভালবাসা, আনন্দ এবং মঙ্গল কামনা করে  ওয়ানগালা (নবান্ন) উৎসব পালন করে গারো সম্প্রদায়। দিনব্যাপী ঐতিহ্যবাহী জুম নাচ, নিজ ভাষায় গান ও গারো নাচ পরিবেশন করেন শিল্পীরা। 

উৎসবের আলোচনা পর্বে ক্যাথলিক মিশনেরর প্রধান পুরোহিত ফাদার ড. জেমস শ্যামল গমেজ, সিএসসি এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য প্রীতম দাশ, ফিনলে ডিনস্টন ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক হুমায়ুন কবির মজুমদার, মাজদিহি চা বাগানের ব্যবস্থাপক মো. শাহারিয়া পারভেজ প্রমুখ।

আই নিউজ/আরএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়