মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২৩:২২, ২১ ডিসেম্বর ২০২৪
মৌলভীবাজার চেম্বারের সাধারণ সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার চেম্বারের সাধারণ সভা অনুষ্ঠিত।
দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ২৭ তম বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) স্থানীয় বেঙ্গল কনভেনশন হলে এই সাধারণ সভা আয়োজন করা হয়।
নবনির্বাচিত সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী শরীফের সভাপতিত্বে এবং পরিচালক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম রিপন ও পরিচালক মনোয়ার আহমেদ রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপি আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন।
পবিত্র কুরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রধান অতিথি মো. ফয়জুল করিম ময়ূন বলেন- ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে গণঅভ্যুত্থান পরবর্তী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ পরিষদ সাহসিকতার সাথে এই সংগঠনকে আগলিয়ে রাখার জন্য নবনির্বাচিত সভাপতি ও সকল পরিচালককে অভিনন্দন জানান।
তিনি চেম্বার অব কমার্সকে মৌলভীবাজার জেলার ব্যবসায়ীদের নিয়ে সম্ভাবনাময় নতুন উদ্যোগ নিতে পরামর্শ দেন এবং উপস্থিত প্রবাসী ব্যবসায়ীদের ইনভেস্টমেন্টে উদ্বুদ্ধ করেন।
সভাপতির বক্তব্যে সৈয়দ মুজাম্মিল আলী শরীফে বলেন- মৌলভীবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি আগামীতে সকলকে নিয়ে ব্যবসায়ীদের স্বার্থে কাজ করে যাবে। তিনি গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটের মাধ্যমে গঠন করার অঙ্গিকার করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বারের সাবেক সভাপতি ডা. এম এ আহাদ, সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার মনসুরুজ্জামান।
অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশী ক্যাটারিং এসোসিয়েশন অব কানাডার সাবেক সভাপতি ফয়সল আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান), ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি সাইদুর রহমান রেনু, প্রফেসর আবু তাহের, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মো. মনসুর আলমগীর, জেলা বিএনপি নেতা এম মুকিত, অ্যাডভোকেট মোস্তাক আহমদ মম, সাবেক পরিচালক আবুল কালাম বেলাল, সাবেক পরিচালক হাসান আহমেদ জাবেদ, সাবেক পরিচালক নুরুল ইসলাম এলিট, স্বাদ এন্ড কোং-এর পরিচালক জাহেদ আহমদ চৌধুরী প্রমুখ।
পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন জুবায়ের আহমদ, সৈয়দ মুনিম আহমদ রিমন, নাঈম সরফরাজ, হানিফ মোহাম্মদ খাঁন নিয়াজ, মাহমুদুর রহমান, শের আলী হেলাল চৌধুরী, তোফায়েল আহমদ প্রমুখ।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’