Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৭, ২৪ ডিসেম্বর ২০২৪

শ্রীমঙ্গলে চা উৎপাদন বৃদ্ধিকরণের বিষয়ে সেমিনার

বক্তব্যে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সারওয়ার হোসেন। ছবি: আই নিউজ

বক্তব্যে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সারওয়ার হোসেন। ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে স্টেকহোল্ডারদের নিয়ে চা উৎপাদনের উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট মিলনায়তনে চা উৎপাদনের বিষয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে অপ্টিমাইজড প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিভাবে চা উৎপাদন বৃদ্ধি করা যায় সেবিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন প্রধান অতিথি বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সারওয়ার হোসেন, এসইউপি, এনডিসি, পিএসসি।

বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ চা বোর্ডের (গবেষণা ও উন্নয়ন) সদস্য এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. পীযূষ দত্ত, প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হক, জেমস ফিনলে চা কোম্পানির চীফ অপারেটিং অফিসার তাহসিন আহমদ চৌধুরী।

পরে আর্টিসান টি, ভ্যালু অ্যাডেড টি এবং ডাইভারসিফাইড টি পণ্যের উপর শেখার সেশন বিষয়ক একটি অনুষ্ঠান মিনিয়েচার ফ্যাকটরি ও টি টেসটিং রুমে অনুষ্ঠিত হয়।

আই নিউজ/আরএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়