শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে দিনব্যাপী তারুণ্যের উৎসবে পিঠামেলা
স্টলে বিক্রয়ের জন্য পিঠার পসরা সাজিয়ে রাখছে শিক্ষার্থীরা। ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী তারুণ্যের উৎসবে পিঠামেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল সরকারি কলেজ মাঠে গিয়ে দেখা যায়, কলেজ শিক্ষার্থীদের মিলনমেলায় এক জমজমাট পিঠা উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিকালে শিক্ষার্থীদের আয়োজনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে বেলা ১২ টার দিকে শ্রীমঙ্গল সরকারি কলেজ মাঠে শিক্ষার্থীদের আয়োজনে আয়োজিত পিঠা মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর এ. বি. এম মোখলেছুর রহমান।
কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক বিজন চন্দ্র দেবনাথ, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সুরঞ্জিত কিলিকদার, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক সুদর্শন শীল।
কলেজ কর্তৃপক্ষ জানায়, পিঠা উৎসব ঘিরে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের সমাগম দেখা যাচ্ছে। পিঠা মেলায় ১২ টির মতো পিঠার স্টল দেওয়া হয়েছে। প্রত্যেক পিঠা স্টলে দুপুর ২ টার মধ্যেই বেশ অর্ধেক পিঠা বিক্রি হয়ে যায়। বিকাল ৪টার মধ্যে সকল পিঠা স্টলের পিঠা সম্পূর্ণ বিক্রি হয়ে যায়।
গণিত বিভাগের সহযোগী অধ্যাপক সুদর্শন শীল বলেন, ‘শ্রীমঙ্গলে শীতের যে আমেজ পড়েছে, সেই আমেজকে পূর্ণতা দিতে কলেজের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ সবার প্রচেষ্টায় পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। তারুণ্যের উৎসবে মেতেছে শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থীরা। আমাদের শিক্ষার্থীরা সেই গ্রাম-বাংলার ঐতিহ্য পিঠা-পুলি, পায়েস তৈরি করেছে রাত জেগে, এবং সেটা আজকে এই পিঠা উৎসবে উপস্থাপন করেছে। তাঁদের এই প্রচেষ্টা আমাদের আনন্দিত করেছে।’
আই নিউজ/আরএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’