Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৪, ১৪ জানুয়ারি ২০২৫
আপডেট: ২৩:০৮, ১৪ জানুয়ারি ২০২৫

শ্রীমঙ্গলে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত, ১০ লক্ষ টাকার ক্ষতি

সোমবার রাতে উপজেলার উত্তর ভাড়াউড়া নামক স্থানে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ছবি: আই নিউজ

সোমবার রাতে উপজেলার উত্তর ভাড়াউড়া নামক স্থানে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর ভস্মীভূত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার উত্তর ভাড়াউড়া এলাকায় ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

জানা যায়, সোমবার রাত ৯ টার দিকে উত্তর ভাড়াউড়া এলাকার বাসিন্দা নিবারন দেব ও নৃপেশ দেবের বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ২টি বসতঘর, গবাদি পশুসহ পাঁচটি হাঁস পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির লোকজন। 

ক্ষতিগ্রস্ত নিবারন দেব ও নৃপেশ দেব একই ঘরে বসবাস করতেন। হঠাৎ আগুন দেখে প্রাণভয়ে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ঘর থেকে বের হয়ে আসেন। তবে ঘরে থাকা আসবাবপত্র কিছুই বের করতে পারেন নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে হটাৎ করে নিবারন দেবের বাড়িতে আগুন দেখতে পাই। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে বসতঘর দুটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস স্টেশন এর সদস্যরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। 

স্থানীয়রা জানায়, মানহীন নকল ও মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে শ্রীমঙ্গল উপজেলায়, যা থেকে এসব অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটছে। ঝুঁকিপূর্ণ সিলিন্ডার বিক্রয় আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় বিস্ফোরণ ও হতাহতের সংখ্যাও বেড়ে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে জনস্বার্থ এসব বিক্রয়কেন্দ্রে নজরদারি করা প্রয়োজন।

এ বিষয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. সোলেমান আহমেদ জানান, ‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।’

এদিকে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা প্রদান করেন।

আই নিউজ/আরএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়