Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৯ ১৪৩১

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৬, ৮ মার্চ ২০২৫

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চা শ্রমিকদের অংশগ্রহনে র‍্যালি ও সমাবেশ। ছবি: আই নিউজ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চা শ্রমিকদের অংশগ্রহনে র‍্যালি ও সমাবেশ। ছবি: আই নিউজ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (০৮ মার্চ) বেলা ১২ টার দিকে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে (লেবার হাইস) উক্ত কর্মসূচি পালন করা হয়। 

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সম্পাদিকা রেখা বাক্তি। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, কোষাধ্যক্ষ পরেশ কালেন্দি, বালিশিরা ভ্যালির সহ সভাপতি সবিতা গোয়ালা, সহ সভাপতি পংকজ কন্দ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘চা শ্রমিক ইউনিয়ন নারী দিবসের প্রধান লক্ষ্য হলো চা শ্রমিক নারীদের সামাজিক ও অর্থনৈতিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। একদিকে যেমন এটি নারী শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠা এবং তাদের ন্যায্যতা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ, তেমনি এটি তাদেরকে বিভিন্ন ধরনের বৈষম্য, শোষণ ও নির্যাতন থেকে মুক্ত করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে।’

আলোচনা সভায় নারী শ্রমিকরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং নিজেদের অধিকারের বিষয়ে আলোচনা করেন। চা বাগানে কর্মরত নারী শ্রমিকরা দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাদের দৈনিক শ্রমের পরিমাণ অত্যন্ত বেশি, এবং অনেক সময় তারা অবমূল্যায়িত হন। তবে, চা শ্রমিক ইউনিয়ন তাদের জন্য শ্রমিক অধিকার আন্দোলন করছে এবং এ দিবসের মাধ্যমে নারীরা নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য একত্রিত হয়ে সংগঠিত হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশের চা শিল্প দেশের গুরুত্বপূর্ণ একটি খাত হলেও, এই খাতের শ্রমিকরা বিশেষ করে নারীরা একধরণের অবহেলার শিকার। তবে চা শ্রমিক ইউনিয়ন নারীদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক অবস্থা উন্নয়ন এবং শ্রমিকদের প্রতি ন্যায্যতা নিশ্চিত করতে নানা ধরনের আন্দোলন এবং সচেতনতামূলক কাজ চালিয়ে যাচ্ছে। এই উদ্দেশ্যে প্রতিবছর নারী দিবস পালন করা হয়, যাতে চা শিল্পে কর্মরত নারীদের অবদান এবং তাদের অধিকার বিষয়ে সকলকে সচেতন করা যায়।

আই নিউজ/আরএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়