প্রেস বিজ্ঞপ্তি
বিএনপি মৌলভীবাজার পৌর শাখার ৪নং ওয়ার্ড কমিটি গঠনে কর্মীসভা

আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মৌলভীবাজার পৌর শাখার ৪নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে কর্মীসভা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যতা কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ূ কামনায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) মৌলভীবাজার পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক, মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মনোয়ার আহমেদ রহমানের সভাপতিত্বে ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বেগম খালেদা রব্বানী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির আহবায়ক ও জিয়া স্মৃতি পাঠাগার জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব।
সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে প্রবীণ রাজনীতিবিদ নুরুল ইসলাম তরফদার, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাদিক আহমেদ, সিলেট এম সি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক সভাপতি সহিদ আহমদ জুনেদ, সদ্য সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া তরফদার মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাম্মীর হাবিব চৌধুরী রবিন, সাবেক ছাত্রনেতা সাব্বির আহমেদ, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম জনিসহ ইফতার ও দোয়ায় ওয়ার্ডের সন্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বি, ব্যবসায়ী প্রমুখ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি সাবেক এমপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেগম খালেদা রব্বানী বলেন, বিএনপি'র মূল স্তম্ভ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ। এই আদর্শ লালন করে আমরা সারা জীবন রাজনীতি করেছি। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান এই আদর্শ ধারণ করেন এবং আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন তারেক রহমান।
তিনি তার বক্তৃতায় বেগম খালেদা জিয়ার সাথে রাষ্ট্রীয় সফর ও রাজনৈতিক অসংখ্য স্মৃতি বর্ণনা করে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বনামধন্য রাজনৈতিক নেত্রী এবং সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
প্রধান বক্তা মৌলভীবাজার জেলা বিএনপির প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আইনজীবী সমিতির আহবায়ক ও জিয়া স্মৃতি পাঠাগার মৌলভীবাজার জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মুজিব বলেন, যুগের পর যুগ একটি স্বাধীন রাষ্ট্রকে কুক্ষিগত করে রেখেছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। মহান আল্লাহর অশেষ রহমতে দেশের মানুষের জন্য ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ। আমি বিশ্বাস করি সাধারণ জনগণের আগামী সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র গঠনে সরকার গঠন করবে। তাই পূর্বের ন্যায় বাংলাদেশের জনগণের সাথে থাকতে হবে এই দলের সকল নেতৃকর্মীকে।
সভাপতি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার আহমেদ রহমান বলেন, তৃণমূল নেতা-কর্মীদের বিগত আন্দোলন সংগ্রামে নিবেদিত নেতারাই নেতৃত্বে আসবে। আমরা ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে দিব। এই কমিটি সন্মেলন ও কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে।
ইফতার মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় করে তারেক রহমানসহ পরিবারের সকল সদস্যসহ দেশবাসী ও মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’