মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে বিশাল ইফতার মাহফিলে ইকবাল হাসান মাহমুদ টুকু
‘দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে কারো লাভ হবে না’

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ইসলামের নাম করে তৌহিদী জনতার নাম করে, দেশের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এতে কিন্তু কারো লাভ হবে না।
ইসলামের নাম করে তৌহিদী জনতার নাম করে, দেশের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এতে কিন্তু কারো লাভ হবে না। যারা ইসলামের জন্য জান দিতে চাচ্ছে, তাদেরও লাভ হবে না। পক্ষান্তরে আপনারা শুনেছেন, সারাবিশ্বের কাছে, আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড, সে বলেছে বাংলাদেশে উগ্র ধর্মীয় উত্থান হচ্ছে। কেন বলেছে? -ইকবাল হাসান মাহমুদ টুকু
তিনি বলেন, যারা ইসলামের জন্য জান দিতে চাচ্ছে, তাদেরও লাভ হবে না। পক্ষান্তরে আপনারা শুনেছেন, সারাবিশ্বের কাছে, আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড, সে বলেছে বাংলাদেশে উগ্র ধর্মীয় উত্থান হচ্ছে। কেন বলেছে? এই যে রাস্তাঘাটে আমাদের যে সংস্কৃতি ছিল, যেগুলো বাংলাদেশে প্রচলিত ছিলো, সেগুলো বন্ধ করার চেষ্টা করছে। সেই থেকে কেন্দ্র করে আজকে বিশ্বব্যাপী আমাদের সম্মন্ধে নানান রকম কুৎসা রটানো হচ্ছে।
টুকু বলেন, ইসলাম শুধু সৌদি আরবের ধর্ম না। ইসলাম সারা বিশ্বের ধর্ম। এখন সৌদি আরবের যে কালচার যে সংস্কৃতি আছে, আমরা মুসলামান আমাদেরও তো একটা সাংস্কৃতিক কালচার আছে। ইন্দোনেশিয়ার মুলমানদের একটা কালচার রয়েছে। থাইল্যান্ডের মুসলমানদেরও একটা সাংস্কৃতিক কালচার আছে। একটার সাথে আরেকটার মিল নেই। সুতরাং ইসলাম হচ্ছে, একটা সাম্যের ধর্ম, ইসলাম হচ্ছে, একটা বিশ্বের ধর্ম। সেখানে আরবীয় সাংস্কৃতির প্রচলন করতে গিয়ে দেশিও সাংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টাই হচ্ছে সমাজের মধ্যে বিরোধ তৈরী করা, সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করা। যারা এই কাজটি করছে, তারা এই কাজটি করে, না ইসলামকে সেবা করছে, না বাংলাদেশের মানুষকে সেবা করছে। তারা দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের মুক্তি এসেছে, কিন্তু এখনো পরিপূর্ণভাবে মুক্তি আসে নাই। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, গত ১৮ বছর তারা তাদের ভোট দিতে পারে নাই। তাদের মনোনীত নির্বাচিত সরকার গঠন করতে পারে না।
টুকু বলেন, গণঅভ্যুত্থানের প্রায় সাতমাস পেরিয়ে ৮ মাস পেরোচ্ছে। এখন পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে নির্বাচনের কোন রোডম্যাপ পাইনি। এই নির্বাচন যতো দেরি হবে, ততোই পানি ঘোলা হবে এবং পতিত হাসিনাও তার দোসররা যাদের কাছে, বস্তা বস্তা ভর্তি টাকা আছে, তাদের সুযোগ বেড়ে যাবে।
জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সিলেটেরসাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত।
এতে উপস্থিত ছিলেন সাবেক এমপি খালেদা রব্বানী, জেলা জামায়াতের সেক্রেটারী মো. ইয়ামীর আলী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ বিলাল, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক এডভোকেট মুজিবুর রহমান মুজিবসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিলে খালেদা জিয়ার আশুরোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ূ কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আকিল উদ্দিন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে গোটা জেলার প্রায় ১০ হাজার বিএনপিদলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকমীকে নিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’