Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৫, ২৪ এপ্রিল ২০২৫

মৌলভীবাজার

ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবি

প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ও নার্স মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ছবি: আই নিউজ

প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ও নার্স মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ছবি: আই নিউজ

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রী পাস কোর্স) করার দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন এর আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়।

আয়োজিত কর্মসূচির ব্যানারে উল্লেখ ছিল- “এইচএসসি এর পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রি (স্নাতক) সমমান চাই, বৈষম্যের ঠাঁই নাই, ডিপ্লোমাকে ডিগ্রি (স্নাতক) চাই”।

বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্টস নার্সেস ইউনিয়ন মৌলভীবাজার শাখার সভাপতি রোবায়েত হাশিমির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাসান, রাশু চৌধুরী, মাফিয়া ইসলাম, তানিয়া আক্তার, মিডওয়াইফারি প্রথম বর্ষের শিক্ষার্থী নুপুর আক্তার, ইন্টার্ণ নার্স শতাব্দী দেব প্রমুখ।

আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে নার্সিং ইনস্টিটিউট মৌলভীবাজার, হোয়াইট পার্ল নার্সিং কলেজ, এ.এম. নার্সিং ইনস্টিটিউট, মৌলভীবাজার আইডিয়াল নার্সিং ইনস্টিটিউট, এমবি নার্সিং এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউটের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ও নার্স অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা নার্সিং ও মিডওয়াইফারি কলেজ-ইনস্টিটিউট এর সকল শিক্ষার্থীরা আমাদের কোর্স ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (পাস) কোর্স সমমান ও যৌক্তিক ন্যায্য অধিকারের জন্য প্রায় দীর্ঘ ৮ মাস ধরে আন্দোলন করে যাচ্ছি কিন্তু দুঃখের বিষয় গতবছর (২০২৪) সালের ২০ ও ২৮ তারিখ এবং চলতি বছরের ২১ তারিখ মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর ও মাননীয় উপদেষ্টা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বরাবর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (পাস) ডিগ্রী পাস কোর্স এর সমমানের জন্য স্মারকলিপি প্রদান করি। 

কিন্তু এখনো আমাদের যৌক্তিক দাবি দীর্ঘ ৮ মাস হয়ে গেলেও বাস্তবায়ন হয় নাই। তাই সকল ছাত্র-ছাত্রীদের মনে ক্ষোভ বিরাজ করছে। আমাদের যৌক্তিক এই দাবিটি আগামী ২৬ তারিখ শনিবারের মধ্যে পূরণ না হলে সকল শিক্ষার্থী আগামী ২৭ তারিখ রোববার থেকে ক্লাস, পরিক্ষা, ক্লিনিক্যাল প্রাকটিস, ইন্টার্ন ডিউটিসহ কলেজ-ইনস্টিটিউট এর সকল কার্যক্রম পুরোপুরি শাটডাউন ঘোষণা করা হবে।

আই নিউজ/আরএ

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়