Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

প্রকাশিত: ১৮:৩০, ৯ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৮:৩০, ৯ সেপ্টেম্বর ২০১৯

টাকায় লেখালেখি ও সিল দেওয়া যাবেনা

অর্থনৈতিক প্রতিবেদক :  টাকার ওপর কোন ধরনের সিল মারা, লেখালেখি, সংখ্যা লিখন এবং অনুস্বাক্ষর দেয়া যাবে না বলে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

পাশাপাশি এক হাজার টাকার নোট ছাড়া অন্য কোনও নোটে স্ট্যাপলিং না করারও নির্দেশনা দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

সোমবার সার্কুলার জারিসহ বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের এ ব্যাপারে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়, কারণে-অকারণে নোটের ওপর লেখা এবং সিল বা সই করার কারণে একটি নোট বাজারে ছাড়ার অল্প কিছুদিনের মধ্যে ব্যবহারের যোগ্যতা হারাচ্ছে। ফলে ওই টাকা নষ্ট করে ফের বাজারে ছাড়তে গিয়ে সরকারের নোট ছাপানোর খরচ বেড়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে এ প্রবণতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন ও পুনঃপ্রচলনযোগ্য নোট প্যাকেটকরণের সময় ব্যাংকের মুদ্রিত ফ্লাইলিফে ব্যাংক শাখার নাম, সিল, নোট গণনাকারীর ও প্রতিনিধিগণের স্বাক্ষর ও তারিখ আবশ্যিকভাবে প্রদান করতে হবে।

এতে বলা হয়, তফসিলি ব্যাংক কর্তৃক ১০০০ টাকার নোট ছাড়া অন্য কোনো নোটে পিন (স্ট্যাপলিং) মারা বা ছিদ্র করা যাবে না। এছাড়া সকল নতুন ও পুনঃপ্রচলনযোগ্য নোট ২৫ মিলিমিটার থেকে ৩০ মিলিমিটার প্রশস্ত পলিমার টেপ অথবা পলিমারযুক্ত পুরু কাগজের টেপ দ্বারা ব্যান্ডিং করতে হবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়