Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৯ ১৪৩১

প্রকাশিত: ১৩:৫৭, ২১ আগস্ট ২০১৯
আপডেট: ১৩:৫৭, ২১ আগস্ট ২০১৯

কুলাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে খাদ্য, রাস্তার পাশেই খোলা অবস্থায় বিক্রি করা হচ্ছে খাবার। বিউটি পার্লারে ব্যবহার করা করা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী। এমন অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ও আশেপাশের এলাকার ৪টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (২১ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানার পুলিশ সদস্যরা।

  অভিযানকালে পূর্ব ব্রাক্ষণবাজারে অবস্থিত পলাশ এন্ড প্রকাশ হোটেলকে ২ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত ঘিলাছড়া হোটেলকে ২ হাজার টাকা, কুলাউড়া রোডে অবস্থিত হোটেল নাইওরীকে ৩ হাজার টাকা এবং মৌলভীবাজারে রোডে অবস্থিত আনমনা বিউটি পার্লারকে ১ হাজার টাকাসহ মোট ৮ হাজার  টাকা জরিমানা করা হয়

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়