Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

প্রকাশিত: ০৪:৫৭, ২৮ আগস্ট ২০১৯
আপডেট: ০৫:৪১, ২৮ আগস্ট ২০১৯

ফিলিস্তিনে আইএসের আত্মঘাতী হামলা, পুলিশসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-আইএসের আত্মঘাতী হামলায় ফিলিস্তিনের গাজায় তিন পুলিশ কর্মকর্তাসহ এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। বেসামরিক ফিলিস্তিনিসহ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সম্প্রতি গাজায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে হামাসের অভিযানের পর এ হামলার ঘটনা ঘটল বলে জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার (২৭ আগস্ট) চালানো হামলার সঙ্গে জড়িতদের একজনকে এর আগে গ্রেফতার করা হয়েছিল বলে জানিয়েছে গাজার নিরাপত্তা বাহিনীর একটি সূত্র।

এদিকে হামলার পর গাজায় ‘সতর্ক অবস্থা’ জারি করা হয়েছে।

ডেইলি সাবাহ জানায়, প্রথমে এ হামলার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে দায়ী করে টুইট করলেও পরে সেটা মুছে ফেলে হামাস। অন্যদিকে গাজায় এ ধরনের হামলা চালানোর কথা অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

জানা গেছে, মোটরসাইকেল ব্যবহার করে প্রথম বোমা হামলা চালানো হয় গাজার একটি পুলিশ চেক পয়েন্টে। এতে দুই পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক ফিলিস্তিনি নিহত হন। পরে এক ঘণ্টারও কম সময়ের ব্যবধানে আরেকটি চেক পয়েন্টে চালানো হয়েছে দ্বিতীয় বোমা হামলা। এতে এক পুলিশ কর্মকর্তা নিহত এবং কয়েকজন ফিলিস্তিনি আহত হন বলে জানায় গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ইসরায়েলের সাধারণ নির্বাচনকে সামনে রেখে গাজায় বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের হামলা জোরদারের মধ্যেই আইএসের এ হামলার ঘটনা ঘটল। সিরিয়ায় আইএস জঙ্গিদের সহযোগিতার অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়