Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১২:৫৩, ১৭ জুলাই ২০২১
আপডেট: ১৪:১৩, ১৭ জুলাই ২০২১

নারী ও শিশুসহ মৌলভীবাজারে ২১ রোহিঙ্গা নাগরিক আটক

শিশু ও নারী-পুরুষসহ মৌলভীবাজারে ২১ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। তাদেরকে মৌলভীবাজার মডেল থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান আইনিউজকে বলেন, আটককৃত রোহিঙ্গা নাগরিকরা মিয়ানমার থেকে ভারতের ত্রিপুরা এবং সেখান থেকে বাংলাদেশে প্রবেশ করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা জানিয়েছে, তারা কুলাউড়া উপজেলার পৃত্থিমপাশা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় মৌলভীবাজারে আসে। 

রোহিঙ্গারা জানিয়েছে, তারা কক্সবাজার বা নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিলো। সে উদ্দেশ্যে তারা মৌলভীবাজার বাসস্ট্যান্ডে পরিবহনের অপেক্ষা করছিলো। 

আটককৃত রোহিঙ্গাদের মধ্যে রয়েছে চারটি মেয়েশিশু ও তিনটি ছেলেশিশু। বাকিদের মধ্যে আটজন নারী, ছয়জন পুরুষ রোহিঙ্গা।

পুলিশ জানায়, এ বিষয়ে আরও বিস্তারিত পরে আইনিউজকে জানানো হবে।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়