সীমান্ত দাস, নিজস্ব প্রতিবেদক
কার্নিভাল ২০২২
রঙিন বেশ ধরেছে আলী আমজাদ, থাকছে যেসব চমক
বিদ্যালয়ের সড়কমুখে স্বাগতম জানাবে কার্নিভাল ২০২২ এর রঙিন গেট।
মৌলভীবাজারের স্বনামধন্য আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে আজ শুক্রবার (১১ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে কার্নিভাল ২০২২। দুপুরে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়ে সারাদিন আনন্দ উচ্ছ্বাসে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা সুযোগ পাবে দিনটি কাটানোর। এছাড়া এ মিলনমেলায় রয়েছে শিরোনামহীন, কুড়েঘরের মতো জনপ্রিয় ব্যান্ডের পরিবেশনা।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিভিল সার্জন চৌধুরী জালালউদ্দিন মোর্শেদ, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে থাকবেন নবাব আলী আমজদ খানের দৌহিত্র ও সাবেক সাংসদ নবাব আলী আব্বাস খান ও আলী আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতির আলী।
কার্নিভাল ২০২২-এ স্বাগত বক্তব্য দেবেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নিশাত জাহান চৌধুরী। পরে কার্নিভাল কমিটির নেতৃত্বে এক শোভাযাত্রা মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে ফাতেমা উম্মে হানি কোরআন পাঠ, সূচনা দেব গীতা পাঠ ও শ্যালোমী সরকার বাইবেল পাঠ করবেন।
এরপর উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীত গাওয়া হবে, এসময় জাতীয় পতাকা উত্তোলন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতির আহমদ। নিশাত জাহান চৌধুরী অতিথিদের মঞ্চে ডেকে নিলে তাঁরা পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করবেন।
অনুষ্ঠানে হুরে জান্নাত নিশাত অতিথিদের সামনে স্কুল প্রেজেন্টেশন তুলে ধরবেন। এছাড়া নুরজাহান সুয়ারা, এহসানা চৌধুরী, ফাতেমা জহুরা, আতেকা বেগম, রাহেলা পারভীন লিমা, নাসরিন ফেরদৌসী জুঁই এবং ইচ্ছুক প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে হবে বিদ্যালয়ের রঙিন দিনের স্মৃতিচারণ।
শেষ মুহুর্তেও ছিলো শিক্ষার্থীদের সরব ব্যস্ততা। ছবি- সীমান্ত দাস
এর পরে তিন পর্বে রয়েছে গানের আয়োজন। পর্ব-১ এ সুমিত পাল এবং বিথী চৌধুরী তাঁদের গানে মাতিয়ে রাখবেন শিক্ষার্থীদের। তাঁদের গানের শেষে প্রাক্তন শিক্ষার্থীরা ফানুশ ওড়াবেন।
পর্ব-২ এ থাকবেন জনপ্রিয় শিল্পী তাসরিফ খান ও তাঁর ব্যান্ড কুঁড়েঘর। তাঁরা নিজেদের অন্যরকম ধাচের গানে মুগ্ধতা ছড়াবেন। গানে গানে কুঁড়েঘরের আয়োজন শেষ হলে খাবার পরিবেশন হবে।
এরপরেই রয়েছে বর্ণিল আতশবাজির খেলা। পর্ব-৩ এ মঞ্চে উঠবেন হেভিওয়েট, অন্যতম শীর্ষস্থানীয় ব্যান্ড দল শিরোনামহীন। 'এই অবেলায়' কিংবা 'জাদুকর' গানে লাখো মানুষের প্রাণে তোলপাড় তোলা শিরোনামহীন মঞ্চ মাতাবে আলী আমজাদের কার্নিভাল ২০২২ এ।
এখানেই শেষ নয়- শিরোনামহীনের মুগ্ধতার রেশ কাটার আগেই শুরু হবে ডিজে, এছাড়াও আছে ধামাইল। এরপরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আই নিউজ (www.eyenews.news)।
আইনিউজ/এসডি
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’