স্পোর্টস ডেস্ক
মাত্র ১৮৭ টাকায় দেখতে পারবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ পুরো সিরিজ!
আর কিছু ঘন্টা পরেই মাঠে গড়াবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৮টায় অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। তবে কখন, কোথায় বাংলাদেশ থেকে এ খেলা দেখা যাবে এখনো জানা যায়নি।
যেহেতু স্বাগতিক দেশের কাছেই একটি পুরো সিরিজের সম্প্রচার স্বত্ব থাকে সেহেতু, তাদের থেকে ফিড কিনেই বাংলাদেশে খেলা সম্প্রচার করার কথা ছিল বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর। কিন্তু দুই দেশের দুই পক্ষের মধ্যে শর্ত না মিলায় এখন পর্যন্ত মেলেনি ইতিবাচক কোনো খবর।
তবে অনলাইনে মাত্র ১৮৭ টাকায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ পুরো সিরিজের খেলা দেখার ব্যবস্থা করে দিচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। অনলাইনে পুরো সিরিজটি লাইভ স্ট্রিম করার জন্য আইসিসিকে দিতে হবে মাত্র ২ ডলার তথা বাংলাদেশি মুদ্রায় ১৮৭ টাকা।
বিশ্বের যেকোনো প্রান্তে হওয়া আন্তর্জাতিক ম্যাচ সরাসরি সম্প্রচারের জন্য আইসিসির পক্ষ থেকে চালু করা হয়েছে আইসিসি টিভি। যা চলছে অনেকদিন ধরেই। এখন টিভি সম্প্রচারের ঝামেলা শেষ না হওয়ায়, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সমাধান হতে পারে এই আইসিসি টিভিই।
আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একাউন্ট খুলে এই লিংকে প্রবেশ করে নেওয়া যাবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পুরো তিন সিরিজ সরাসরি দেখার পাস। সেজন্য দিতে হবে মাত্র ২ ডলার। এই অর্থ পরিশোধ করতে হবে ভিসা, আমেরিকান এক্সপ্রেস কিংবা মাস্টারকার্ড দিয়ে।
প্রসঙ্গত, আজ থেকে শুরু হচ্ছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আগামী ২৪ জুন থেকে হবে পরের টেস্ট। এরপর ২, ৩ ও ৭ জুলাই মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবশেষে ১০, ১৩ ও ১৬ জুলাই হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ।
আইনিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’