আইনিউজ ডেস্ক
সড়কের বাতি জ্বলে সারাদিন, সরকারি দপ্তরে অপচয়
![](https://www.eyenews.news/media/imgAll/2021April/Loadsheding_Habiganj_eye-news-2207251135.jpg)
বিদ্যুতের ঘাটতি কমাতে দেশজুড়ে লোডশেডিং ও রাত ৮ টায় মার্কেট-দোকানপাট বন্ধের নির্দেশনা দিয়েছে সরকার। কিন্তু এসব নির্দেশনা পাত্তা পাচ্ছে না হবিগঞ্জের আজমিরিগঞ্জ পৌর এলাকায়। এ অঞ্চলের সরকারি বিভিন্ন দপ্তর ও সেখানকার সাইনবোর্ডে বৈদ্যুতিক আলোর ব্যবহার হচ্ছে অবিরত। সড়কের বাতিগুলোও জ্বলে থাকে সারাদিন।
গত কয়েকদিন ধরেই এ অব্যবস্থাপনা দেখা যাচ্ছে উপজেলায়। সরকারি সিদ্ধান্ত আসার পর থেকে স্থানীয়দের চোখে এ ধরনের অব্যবস্থাপনা ধরা পড়ছে বেশি। শনিবার (২৪) সারাদিন পৌরসভার বিভিন্ন এলাকায় সড়ক বাতিগুলো জ্বলতে দেখা যায়। রোববার (২৪ জুলাই) সকালেও বেশ কয়েকটি স্থানের বাতি জ্বলে থাকতে দেখা গেছে।
- আইনিউজ আরও পড়ুন: হবিগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
দিনভর জ্বালিয়ে রাখা হয় উপজেলা মৎস্য, নির্বাচন, সমবায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বাতি। আজমিরিগঞ্জ পৌরসভা কার্যালয়ের সাইনবোর্ডের বৈদ্যুতিক বাতিও জ্বলে দিনরাত। এর কারণ জানতে চাইলে কোনো কার্যালয়গুলোর কর্মকর্তা-কর্মচারী কেউই কোনো সদুত্তর দিতে পারেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক আজমিরিগঞ্জ বাজারের এক ব্যবসায়ী বলেন, দিনভর সরকারি বিভিন্ন কার্যালয়ে বিদ্যুতের অপচয় হয়। কেউ এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয় না। আমার ছোট ব্যবসা দিয়ে পুরো পরিবার চলে। আমার মতো অনেকেই আছেন। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত ৮টায় দোকান বন্ধ করে দিতে হয়। সরকারি কার্যালয়ে কাজ শেষ হওয়ার পর যে বিদ্যুৎ অপচয় হয়, সেটি বন্ধ করে আমাদের দিলেও ভালোভাবে ব্যবসা করতে পারতাম।
বিদ্যুতের অপচয়ের ব্যাপারে উপজেলা সমবায় কর্মকর্তা দেবাশীষ দেবের সঙ্গে কথা বললে তিনি জানান, লোকজন অফিস পরিষ্কার করার কাজে থাকা অবস্থায় লোডশেডিং শুরু হয়। তখন অসাবধানতাবশত সুইচটি বন্ধ করা হয়নি। এজন্য দিনের বেলা বাতি জ্বলছিল। কিন্তু স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই একই অবস্থা চোখে পড়ছে; বিষয়টি নিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর দিতে পারেননি তিনি।
সড়কের বাতি জ্বলে থাকার বিষয়ে কথা হলে পৌরসভার সচিব হাফিজুর রহমান বলেন, রাস্তার কয়েকটি বাতি মেরামত করার জন্য সকালে মিস্ত্রি এসেছিলেন। তিনি চলে যাওয়ার সময় সুইচ বন্ধ করেননি। এজন্য বাতিগুলো জ্বলছিল।
উপজেলা সমবায় কর্মকর্তা ও পৌর সচিব বিদ্যুৎ অপচয়ের ব্যাপারে যে কারণ জানান, তা নিয়ে জনরোষ রয়েছে। এ ব্যাপারে কথা বলতে আজমিরিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মুঠোফোন নম্বরে কল দিয়ে সাড়া পাওয়া যায়নি। তার সঙ্গে সরাসরি যোগাযোগও সম্ভব হয়নি। এ ছাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তার নম্বরটিও বন্ধ।
- আরও পড়ুন: কমলগঞ্জে ছড়া থেকে একজনের লাশ উদ্ধার
স্থানীয়রা বলছে, দিনের পর দিন সরকারি সংস্থা, কার্যালয়ের লোকেরা বাড়তি সুবিধা পাচ্ছে। বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। এ বিষয়গুলোর ব্যবস্থা নিতে সরকারের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন তারা।
সূত্র: বাংলানিউজ২৪.কম
আইনিউজ/এসকেএস
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
আদিবাসী জনগোষ্ঠির সংস্কৃতি । Indigenous Culture । Eye News
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
৪০ লক্ষ টাকায় বিক্রি হলো একটি মাছ, রাতরাতি ধনী জেলে
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’