Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৫, ১৩ আগস্ট ২০২২

সড়ক অবরোধ করে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন চা শ্রমিকরা

মজুরি বৃদ্ধির দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন চা শ্রমিক নেতারা

মজুরি বৃদ্ধির দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন চা শ্রমিক নেতারা

মজুরি বৃদ্ধির দাবিতে সারাদেশের চা বাগানগুলোতে ধর্মঘটের ডাক দিয়েছেন চলছে চা শ্রমিকরা। সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, শমসেরনগরের চা বাগানগুলোতে ধর্মঘট চলছে তীব্রভাবে। এর মাঝে শমসেরনগরের চৌমুহনায় সড়ক অবরোধ করে ধর্মঘট পালন করছেন চা শ্রমিকরা। তারা বলছেন, তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

এর আগে চা বাগানের সব কাজ বন্ধ করে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ করাসহ বিভিন্ন জায়গায় রাস্থাঘাটে অবস্থান নেয়ার জন্য প্রতিটি চা বাগানের শ্রমিকদের আহবান করেছেন তারা।

মঙ্গলবার (৯ আগস্ট) মৌলভীবাজার, শ্রীমঙ্গল, শমসেরনগরের চা বাগানসহ দেশের ৪০টিরও বেশি বাগানে দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন চা শ্রমিকরা। পরে শুক্রবারও শুক্রবারও (১২ আগস্ট) দেশের সব চা বাগানে কর্মবিরতি পালন করেন তারা।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমাবেশ চলাকালে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালী সভাপতি বিজয় হাজরা বলেন, আজ কর্মবিরতির ৪র্থ দিন। আমরা বিভিন্ন চা বাগানে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলেছি। প্রতিটি চা বাগানের শ্রমিকরা তাদের নায্য অধিকার আদায়ে ফুসে উঠেছে।  শ্রমিকরা মজুরি না বাড়লে কাল থেকে কাজে যোগ দিবে না। প্রয়োজনে জীবন দিবে। এই দাসত্ব জীবনে তাদের অনেক কষ্ট মালিক পক্ষের থেকে আমরা মজুরি বৃদ্ধির ব্যাপারে কোন আশ্বাস পাইনি।

তিনি বলেন, সারা দেশের চট্রগ্রাম সিলেট সব জায়গায় শ্রমিকরা প্রস্তুত।  আগামীকাল আমরা ধর্মঘটে নামবো। সব বাগানে কাজ বন্ধ থাকবে। কাছাকাছি বাগানগুলো একত্রিত হয়ে আন্দোলনে নামবে। প্রয়োজনে সড়ক অবরোধ করা হবে। মালিক পক্ষের টালবাহানা আর আমরা মানবো না। এখন শ্রমিকদের আন্দোলন কেউ ঠেকাতে পারবেনা।

সমাবেশে আসা নারী চা শ্রমিক রিনা কালিন্দী বলেন, আমরা এত কষ্ট করে কাজ করি কিন্তু আমাদের নায্য মজুরি দেয়া হয় না। বাড়িতে দুই ছেলে এক মেয়ে, স্বামী রয়েছে। আমার একার রুজি দিয়ে সংসার চালাই। রেশন বাবদ ৩ কেজি আটা পাই,  চাল ডাল তেল মসলা অন্যান্য জিনিস কিনতে হয়, ছেলেমেয়েদের পড়াশোনার খরচ আছে, অসুখ হলে চিকিৎসা করাতে হয়, প্রতিদিনই জিনিসের দাম বাড়ছে। কিন্তু আমাদের মজুরি বাড়ছে না। আমরা ৩০০ টাকা মজুরি না পেলে কাজ করবো না।

নারী চা শ্রমিক তারামন বলেন, আমরা রোদে পূড়ে বৃষ্টিতে ভিজে কাজ করি। আমাদের দাবী জানানোর আগেই বাগান মালিকদের উচিত আমাদের খোজ খবর নিয়ে সুযোগ সুবিধা দিতো। আমরা কাজ ফেলে কেন আন্দোলন করবো। দুই বছর আগে যে জিনিস ১০০ টাকায় পাওয়া যেতো এখন সেটা ২০০ টাকা। আমাদের তো আলাদা কোন রোজীর ব্যবস্থা নাই। এটা তো বাগান মালিকরা জানে। আমরা ছেলেমেদের আশা পুরন করতে পারি না। ভালো জামাকাপড় কিনে দিতে পারি না। যখন ছেলে মেয়ে এসে বলে অমুক ভালো জামা পড়েছে আমাকে কিনে দেও, তখন মনের ভিতর আঘাত পাই। ছেলেমেয়েদের জীবন আমাদের কষ্টের জীবনের সাথে মিশে গেছে। আমরা আন্দোলন করছি। দাবী আদায় না হলে রাস্তায় রক্ত দিবো। যদি শ্রমিক ইউনিয়নও আন্দোলন বন্ধ করার কথা বলে, আমরা মানবো না।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ কন্দ তার বক্তব্যে বলেন, মজুরি বৃদ্ধির দাবীতে আমরা ৪ দিন ধরে দুইঘন্টা করে কর্মবিরতি করে আসছি। মালিক পক্ষ থেকে কোন সারা আসে নি, তাদের টনক নড়ে নি। দুই ঘন্টা কর্মবিরতি শেষে প্রতিদিনই শ্রমিকরা বাগানের সব কাজ করছেন। চা বাগানের ভরা মৌসুমে বাড়তি সময় দিয়ে পাতা তুলছেন, যেন আন্দোলনের ফলে চা শিল্পের কোন ক্ষতি না হয়। এটা চা বাগানের প্রতি আমাদের ভালোবাসা। কিন্তু মালিকপক্ষ যদি মনে করে এই ভালোবাসা আমাদের দুর্বলতা, তাহলে তারা ভুল করবে। গত ৪ দিন আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি দিয়েছি। আজ বিকালের মধ্যে সমাধান না পেলে আমরা আগামীকাল থেকে কঠোর আন্দোলনে নামবো।

তিনি বলেন,  চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা দেয়ার জন্য আমরা দুই বছর আগ থেকে দাবী জানিয়ে আসছি। কিন্তু ১৯ মাস গত হয়ে গেলেও দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী না গিয়ে মালিক পক্ষ মজুরি বৃদ্ধির ব্যাপারে গড়িমসি করছে। তারা মাত্র ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এই দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতির বাজারে মাত্র ১৪ টাকা দিয়ে শ্রমিকদের আন্দোলন বন্ধ করা যাবে না।

আইনিউজ/এইচএ


আইনিউজে আরও পড়ুন-

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

কোথায় কত বাড়লো বাস ভাড়া

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়