ইমরান আল মামুন
আপডেট: ২২:০৫, ৬ এপ্রিল ২০২৩
সিলেট বিভাগের সকল পত্রিকা ২০২৩
এই প্রতিবেদনটি সিলেট বিভাগের সকল পত্রিকা ২০২৩ নিয়ে। যেখানে পাবেন সিলেটের খবর এবং সিলেটের শীর্ষ খবর। সিলেটের অনেক বাসিন্দারা দেশের বাইরে অবস্থান করেন। আর যারা সিলেটে অবস্থান করে উভয়ের জন্যই সিলেট বিভাগের সকল পত্রিকা দেখার একটি বিশেষ আগ্রহ দেখা যায়। কারণ সব বিভাগ এবং জেলার মানুষ চায় তাদের স্থানীয় পত্রিকাগুলো পড়তে। কারণ এগুলোতে নিজের এলাকা সম্পর্কিত সকল তথ্য সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়া যায়।
নিজ বিভাগ কিংবা জেলার পত্রিকা পড়ার অনেক সুবিধা হয়েছে। যেমন কোন ঘটনার সম্পর্কে দ্রুত জানা এবং সেই সম্পর্কে দ্রুত পদক্ষেপ নিতে পারা যায়। নিজের কোন তথ্য বা গুরুত্বপূর্ণ খবর প্রচারের জন্য ঐ পত্রিকাগুলোর সহযোগিতা খুব সহজেই নেওয়া সম্ভব হয়। যারা বিজ্ঞাপন প্রচার প্রসারন করে, তাদের জন্য এটি আরো সুবিধাজনক। পত্রিকাগুলো তুলনামূলকভাবে ছোট হয়। যার কারণে ব্যবসায়ীরা কম মূল্যে বেশি বিজ্ঞাপন দিতে পারে। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যারা ঐ এলাকায় ব্যবসা করে তাদের জন্য। আজকের পত্রিকাগুলো শুধু সিলেট নিয়ে। তাই সিলেটবাসীর জন্য আজকের আর্টিকেলটি গুরুত্বপূর্ণ।
সিলেটের পত্রিকা ২০২৩
বর্তমানে সিলেট অনলাইন পত্রিকা অনেক রয়েছে। তেমনভাবে অফলাইন পত্রিকাও রয়েছে বেশ কয়েকটি। এগুলো সিলেট বিভাগের সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বাংলাদেশের অন্যান্য নিউজ নিউজ নিয়েও কাজ করে থাকে। দেশের যে সকল দৈনিক এবং সাপ্তাহিক খবরের কাগজগুলো রয়েছে। সেগুলো সকল বিভাগ নিয়ে নিউজ করে। তেমনভাবে প্রত্যেক নিউজ পেপারেই সিলেট বিভাগের খবর আপডেট করা হয়। যাদের শুধুমাত্র সিলেটের পত্রিকা এবং সিলেট অনলাইন নিউজপোর্টাল দরকার তারা নিচের অংশ দেখুন।
সিলেটের সেরা অনলাইন নিউজ পোর্টাল
এখন আমরা দেখব সিলেট এবং এর জেলার সকল নিউজ পেপার সম্পর্কে। এগুলো থেকে সরাসরি সকল নিউজ যেমন খেলাধুলা, শিক্ষা, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, বিজ্ঞান, কৃষি ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারবেন।
- সিলেট বিভাগের সেরা পত্রিকা হলো Eye News। এটা দেশের অন্যতম রেজিস্টার্ড পোর্টাল। সিলেট বিভাগে প্রথমদিকে এটি নিবন্ধন লাভ করেন। পত্রিকাটি ইতোমধে পাঠকের আস্থা অর্জন করেছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের খবর গুরুত্ব দিয়ে ছাপা হয়। এছাড়াও জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ নিয়মিত প্রচার হয়। সবসময় আপডেট থাকে পত্রিকাটি।
সিলেটের অনলাইন পত্রিকা
- আই নিউজ - অনলাইন নিউজ পোর্টাল লিংক
- সিলেট টুডে - অনলাইন নিউজ পোর্টাল লিংক
- সিলেট ভিউ - অনলাইন নিউজ পোর্টাল লিংক
- দৈনিক সিলেট মিরর - অনলাইন নিউজ পোর্টাল লিংক
- দৈনিক সিলেটের দিনকাল - অনলাইন নিউজ পোর্টাল লিংক
- দৈনিক সিলেটের ডাক - অনলাইন নিউজ পোর্টাল লিংক
- সবুজ সিলেট - অনলাইন নিউজ পোর্টাল লিংক
- শ্যামল সিলেট - অনলাইন নিউজ পোর্টাল লিংক
- দৈনিক সিলেট বাণি - অনলাইন নিউজ পোর্টাল লিংক
- দৈনিক উত্তরপূর্ব - অনলাইন নিউজ পোর্টাল লিংক
- সিলেট সুরমা - অনলাইন নিউজ পোর্টাল লিংক
- দৈনিক কাজিরবাজার - অনলাইন নিউজ পোর্টাল লিংক
- দৈনিক জালালাবাদ - অনলাইন নিউজ পোর্টাল লিংক
- দৈনিক দেশপর্ণ - অনলাইন নিউজ পোর্টাল লিংক
এগুলো হচ্ছে সেরা সিলেট বিভাগের অনলাইন পত্রিকা। আই নিউজ, সিলেট টুডে ও সিলেট ভিউ ছাড়া বাকি সবার প্রিন্ট পত্রিকা রয়েছে, মূলত প্রিন্ট ভার্সনই তাদের মূল পত্রিকা।
সিলেটে আরো কিছু জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রয়েছে। সেগুলোর নাম নিচে তুলে ধরা হলো। যেগুলোতে পাবেন সিলেটের নিউজ।
- শুভ প্রতিদিন - অনলাইন নিউজ পোর্টাল লিংক
- একাত্তরের কথা - অনলাইন নিউজ পোর্টাল লিংক
- অভি যাত্রা - অনলাইন নিউজ পোর্টাল লিংক
- শীর্ষ খবর - অনলাইন নিউজ পোর্টাল লিংক
- সুরমা নিউজ - অনলাইন নিউজ পোর্টাল লিংক
- সিলেট প্রতিদিন - অনলাইন নিউজ পোর্টাল লিংক
- সিলেট ভয়েজ - অনলাইন নিউজ পোর্টাল লিংক
এগুলো ব্যতীত আরো অনেক অনলাইন নিউজ পোর্টাল রয়েছে সিলেট বিভাবগে। আবার অনেকে নতুন নিউজ সাইট খুলেছে। গুগলে সার্চ কিংবা ম্যানুয়ালভাবেও দেখে নিতে পারেন।
এই পত্রিকাগুলো বা অনলাইন নিউজ পোর্টালগুলো প্রবাসীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ বিভাগের বেশিরভাগ মানুষ দেশের বাইরে অবস্থান করেন। দেশের বাইরে অবস্থান করলেও নিয়মিত তাদের বিভাগ সম্পর্কে জানার আগ্রহ থেকে যায়। আর এই পত্রিকাগুলো পড়লে সিলেট জেলাসহ অন্যান্য জেলার সকল তথ্য জানতে পারবেন।
মৌলভীবাজারের খবর, হবিগঞ্জের খবর, সুনমাগঞ্জের খবর বিষয়ে আরো অনেক অনলাইন পোর্টাল আছে। সেগুলো নিয়ে শীঘ্রই প্রতিবেদন আই নিউজে প্রতিবেদন আসছে >>>
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’