নিজস্ব প্রতিবেদক
সিলেটে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা
সিলেট সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভায় যোগ দিতে সিলেটে এসে পৌছেঁছেন দলটির কেন্দ্রীয় নেতারা।
শুক্রবার সকাল সাড়ে ১১ টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন তারা। এ সময় এয়ারপোর্টে তাদেরকে স্বাগত জানান, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সফরকালে নেতৃবৃন্দ সিলেটে অন্তত চারটি মতবিনিময় সভায় যোগ দেয়ার কথা রয়েছে। এছাড়াও সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বিভিন্ন ওয়ার্ড ও সেন্টার কমিটির সাথে পরামর্শ সভায় যোগ দেবেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সৈয়দা জেবুন্নেসা হক ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন।
দলীয় সুত্র জানায়, সিলেট সফরকালে নেতৃবৃন্দ সিলেট সিটি কর্পোরেশনের দক্ষিণ সুরমা অঞ্চল, পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চল এই তিনটি অঞ্চলের নেতৃবৃন্দের সাথে আলাদা আলাদা মতবিনিময় সভায় বক্তব্য রাখবেন।এছাড়াও পশ্চিমাঞ্চলের সাথেও আগামী শনিবার মতবিনিময় সভার কথা রয়েছে।
এর মধ্যে আগামীকাল শুক্রবার (১৯ মে) সন্ধ্যা ৭টায় নগরীর মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইনের হলরুমে মধ্যাঞ্চলীয় অঞ্চলের সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক। প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দীন খান।
সভাপতিত্ব করবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।
সভায় মহানগর ও জেলা আওয়ামী লীগের মধ্যাঞ্চলীয় অঞ্চলের সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দ, ১৩, ১৪, ১৫,১৬,১৭,১৮,১৯, ২২ ও ২৩ নং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং গঠিত সেন্টার কমিটির আহবায়ক, যুগ্ম আহবায়ক, সদস্য সচিববৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির মধ্যাঞ্চলীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
দক্ষিণ সুরমা অঞ্চলের মতবিনিময় সভা শুক্রবার (১৯ মে) সন্ধ্যা ৭টায় উপহার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক,সৈয়দা জেবুন্নেছা হক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ নেতৃবৃন্দ।
এছাড়া, মহানগর ও জেলা আওয়ামী লীগের পূর্বাঞ্চলের মতবিনিময় সভা শনিবার (২০ মে) সন্ধ্যা ৭টায় সুচনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সৈয়দা জেবুন্নেসা হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’